West Bardhaman News: পুরসভার সিদ্ধান্তে ক্ষুব্ধ দুর্গাপুরের শিল্পপতিরা, টোল ট্যাক্স আতঙ্কে গাড়ি না ঢোকার অভিযোগ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
টোল ট্যাক্স আতঙ্কে ভুগছেন দুর্গাপুরের ব্যবসায়ী ও শিল্পপতিরা। সরাসরি তাঁদের উপর প্রভাব না পড়লেও, কারখানায় মাল-আনা নেওয়ার ক্ষেত্রে গুরুতর সমস্যায় পড়ছেন তাঁরা। অভিযোগ, দুর্গাপুর পুরনিগমের টোল ট্যাক্স মারাত্মক বেশি হওয়ায় পরিবহণ সংস্থাগুলির গাড়ি শিল্প তালুকে ঢুকতে চাইছে না
পশ্চিম বর্ধমান: শিল্পপ্রধান শহর দুর্গাপুর। সমগ্র ভারতের কাছে ইস্পাত নগরী নামে বহুল পরিচিত। সেইলের ইস্পাত কারখানা ছাড়াও এখানে রয়েছে আরও অনেক ছোট-মাঝারি কলকারখানা। অথচ সেই দুর্গাপুরের ব্যবসায়ী ও শিল্পপতিরা প্রবল ক্ষুব্ধ। তাঁদের সকলের অভিযোগের আঙুল দুর্গাপুর পুরনিগমের দিকে।
এখানকার শিল্পপতি ও ব্যবসায়ীদের অভিযোগ, তাঁরা দুর্গাপুরে ব্যবসা করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা বেশি অসুবিধায় পড়ছেন। এর জন্য ব্যবসায়ীরা কাঠগড়ায় তুলেছেন দুর্গাপুর পুরনিগমের টোল ট্যাক্স ব্যবস্থাকে। দুর্গাপুর পুরনিগম বিভিন্ন শিল্প তালুক থেকে টোল ট্যাক্স আদায় করে। যা নিয়ে বিরক্ত শিল্পপতিরা। তাঁরা বলছেন, এই টোল ট্যাক্সের জন্য অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
advertisement
দুর্গাপুরের ব্যবসায়ী ও শিল্পপতিদের অভিযোগটা ঠিক কী? শিল্পপতিরা বলছেন, পশ্চিম বর্ধমান জেলায় পানাগড় সহ একাধিক শিল্প তালুক আছে। বেশ কয়েকটি শিল্প তালুক আছে শহর দুর্গাপুরেও। এরমধ্যে যে শিল্পতালুকগুলি দুর্গাপুর পুরনিগমের অন্তর্গত সেখান থেকে টোল ট্যাক্স আদায় করে দুর্গাপুর পুরনিগম। অভিযোগ, এই টোল ট্যাক্সের পরিমাণ অনেক বেশি। আর তাই পরিবহণ সংস্থার গাড়িগুলি অনেক সময় দুর্গাপুরের শিল্প তালুকে ঢুকতে চাইছে না। ফলে উৎপাদিত দ্রব্য পরিবহনে সমস্যা হচ্ছে ব্যবসায়ীদের।
advertisement
advertisement
ক্ষুদ্র এবং মাঝারি শিল্পপতিরা বলছেন, অন্য শিল্প তালুকগুলিতে টোল ট্যাক্স না নেওয়া হলেও দুর্গাপুরে এই টোল ট্যাক্স নেওয়া হচ্ছে। যার ফলে মাল আমদানি, রপ্তানি করতে সমস্যা হচ্ছে। তাই শিল্পপতিদের আবেদন, অবিলম্বে টোল ট্যাক্সের পরিমাণ কমানো হোক।
advertisement
এর পাশাপাশি শিল্প তালুকগুলির রাস্তা নিয়েও মুখ খুলেছেন ব্যবসায়ী ও শিল্পপতিরা। সেগুলির করুণ দশা। অবশ্য পুর প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, খুব দ্রুত রাস্তাগুলি সারাই করা হবে।
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 04, 2023 1:30 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: পুরসভার সিদ্ধান্তে ক্ষুব্ধ দুর্গাপুরের শিল্পপতিরা, টোল ট্যাক্স আতঙ্কে গাড়ি না ঢোকার অভিযোগ