আরও পড়ুন: বরাত বাড়লেও টানা বৃষ্টিতে নাজেহাল প্রতিমা শিল্পীরা
মূলত বাংলার হস্তচালিত তাঁত শিল্পীদের এই তথ্য সংগ্রহ করার পর তাঁদের রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধার আওতায় আনা হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ তাঁত শ্রমিক ইউনিয়নের নেতা সনৎ চক্রবর্তী। এদিন জেলা আইএনটিটিউসি’র সভাপতি সনৎ চক্রবর্তীর নেতৃত্বে সরকারি অফিসে এই তথ্য জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন শান্তিপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শ্রমিক ইউনিয়নের জেলা নেতৃত্ব অরুণ বসাক, শান্তিপুর শহর আইনটিটিউসি নেতৃত্ব সমীরণ সাহা সহ শ্রমিক সংগঠনের বিভিন্ন কর্মীবৃন্দ।
advertisement
এই পদক্ষেপের ফলে সরাসরি তন্তুজের মাধ্যমে সুতো পৌঁছনোর ব্যবস্থা করা হবে হ্যান্ডলুম তাঁতিদের কাছে। তাঁতিদের তৈরি কাপড় বিক্রির জন্য সরকার নিয়ে নিতে পারে বলেও সূত্রের খবর। এছাড়াও চালু করা হয়েছে একটি অনলাইন পোর্টাল। সেখানে হস্তচালিত তাঁত শিল্পীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। সব মিলিয়ে শান্তিপুর এলাকার ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে সেখানকার হস্তচালিত তাঁত শিল্পীদের সম্বন্ধে যাবতীয় তথ্য সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে।
মৈনাক দেবনাথ