চাষিরা জানাচ্ছেন অন্যান্য আমে পাকার আগে খুব কম পরিমাণে এ ধরনের সমস্যা হচ্ছে, ইদানিং তবে কাঁচা মিঠাতে সবচেয়ে বেশি। তার সঙ্গে বিভিন্ন দেশি প্রজাতির আম নষ্ট হচ্ছে এ ভাবে দাগ হয়ে। ওদিকে হাইব্রিডের আমের গুণগত স্বাদ এবং গন্ধে কম হলেও দেখতে ভাল, তাই বাজারে সেগুলি চড়া দামে বিক্রি হলেও দেশী কাঁচা মিঠা আমের বাজার নেই।
advertisement
তাঁরা আশঙ্কা করছেন এভাবেই, হয়তো একদিন চিরতরে বিদায় নেবে দেশি কাঁচা মিঠে। তা ছাড়া এই আমে পূর্বের সেই স্বাদ আর সুগন্ধ এখন আর মেলে না। হাইব্রিড কাঁচা মিঠা ৩০-৩৫ টাকা কেজি দাম পাওয়া গেলেও, দেশি এই দাগ ধরা আম স্থানীয় বাজারে ১০-১৫ টাকার বেশি দাম পাওয়া যাচ্ছে না।
এমনই নানান অভিজ্ঞতার কথা শোনালেন কয়েক পুরুষ ধরে আম চাষ করে আসা এ প্রজন্মের আম চাষী হামিদুল ইসলাম। তিনি বলেন অন্যান্য অনেক চাষীর সঙ্গে তিনি আলোচনা করেছেন প্রত্যেকেরই এই একই সমস্যা।
বিশেষজ্ঞরা জানান, একসঙ্গে জৈব চাষ এবং রাসায়নিক বর্জনের সিদ্ধান্ত নিতে হবে, ভবিষ্যতের কথা ভেবে। অল্প খরচে অথবা অল্প সময়ে বেশি ফল আশা করা, মানেই রাসায়নিকের প্রয়োগ আর সেক্ষেত্রে দূরে থাকাই বাঞ্ছনীয়।
Mainak Debnath