গৃহস্ত বাড়িতে সবথেকে বেশি আগুন ব্যবহৃত হয় রান্নার কাজে। অতীতে মানুষেরা রান্না করতেন কাঠ-কয়লার উনুনে। তবে বর্তমানে মানুষ এলপিজি গ্যাসের আগুনেই রান্না করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বাড়ির মহিলারা বর্তমানে গ্যাসের ওভেনেই বাড়ির ভিতরে রান্না করেন। অনেক সময়ই এই রান্নার আগুন থেকে বিপদ লেগে যায়।
advertisement
আরও পড়ুনঃ ১৩৫ কেজি ওজনের প্রসূতি মায়ের সফল ডেলিভারি রানাঘাট হাসপাতালে
অসাবধানতাবশত রান্নার গ্যাসের আগুন থেকে বড়সড় দুর্ঘটনা ঘটতে দেখা যায় বিভিন্ন জায়গায়। সেই কারণেই সাধারণ মানুষ বিশেষত বাড়ির মহিলাদের সতর্ক এবং প্রাথমিক প্রশিক্ষণ দিতেই নবদ্বীপ দমকল বিভাগের উদ্যোগে আয়োজন করা হল এক প্রশিক্ষণ শিবিরের।
আরও পড়ুনঃ আনুমানিক ১৯ লক্ষ টাকার নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার কৃষ্ণগঞ্জে
দমকল বিভাগের আধিকারিক জে কে বর্মন ও তার সহকর্মীরা বড়াল ঘাট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সম্পূর্ণরূপে প্রাথমিক প্রশিক্ষণ দিলেন আগুন লেগে গেলে প্রাথমিক করণীয় গুলি কি কি। এছাড়াও দমকল বিভাগের কর্মীরা আগুন নেভানোর বিশেষ কিছু প্রক্রিয়া দেখালেন এই দিনের প্রশিক্ষণ শিবিরে।
Mainak Debnath