এ বছরে ভুট্টা চাষ অত্যন্ত ভাল হয়েছে এবং যথেষ্ট লাভবান হবে বলে তিনি জানান। এছাড়াও অন্যান্য চাষিরা জানান এই চাষ খুবই ভাল এবং লাভজনক। এ বিষয়ে কৃষ্ণনগর দুই নম্বর ব্লকের কৃষি আধিকারিকের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, শুধুমাত্র দেবীপুর নয় পাশাপাশি বেশ কয়েকটি গ্রামের কৃষকরা ভুট্টা চাষ করেছে এবং অত্যন্ত ভাল ফলন হয়েছে এবার । মূলত এবার হাইব্রিড ভুট্টা চাষ করা হয়েছে সমস্ত জায়গায় । এবছর সাড়ে তিনশো হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে বলে কৃষি অধিকারী জানান ।
advertisement
আরও পড়ুন: কার লোন নেওয়ার আগে জানুন ২০/১০/৪ নীতি-র সম্পর্কে!
আরও পড়ুন: SIP নিয়ে চিন্তিত! কোন পরিস্থিতিতে বন্ধ করে দেবেন বিনিয়োগ, দেখে নিন!
কৃষকদের এই সাফল্য কৃষি আধিকারিকদের যথেষ্ট সাফল্য এনে দিয়েছে । লাভ ভাল পরিমানে হলে চাষিরা আরও উপকৃত হবেন বলে জানিয়েছেন তারা। নায়েব শেখ কৃষকদেরকে ভুট্টা চাষ করবার জন্য বিশেষ আহ্বান করেছেন যে ভুট্টা চাষ সঠিক পদ্ধতিতে করলে ভাল পরিমানে লাভ করা যায় । নায়েব শেখ ভুট্টার ফলন ভালো হওয়ায় যথেষ্ট খুশি তিনি।
Mainak Debnath