Car loan: চলতি বছরে স্বপ্নের গাড়ি কিনতে চাইছেন? কার লোন নেওয়ার আগে জানুন ২০/১০/৪ নীতি-র সম্পর্কে!

Last Updated:
কী ভাবে কাজ করে এই ২০/১০/৪ নীতি? আজ সেই বিষয়েই আলোচনা করে নেওয়া যাক।
1/4
গাড়ি কেনার স্বপ্ন বোধহয় প্রত্যেকটা মানুষই লালন করে থাকে। আসলে একটা গাড়ি থাকলে নানা রকম সুবিধা পাওয়া যায়। চটজলদি কোথাও যাতায়াতের ক্ষেত্রে কিংবা বেড়াতে যাওয়ার জন্য গাড়ি ভীষণই জরুরি। কিন্তু মধ্যবিত্তরা অনেক সময়ই গাড়ির দাম এবং অনুষঙ্গিক খরচাপাতি দেখে পিছিয়ে আসেন। ফলে গাড়ি কেনার স্বপ্নটাও অধরাই থেকে যায়। কিন্তু আজকাল সহজেই পাওয়া যাচ্ছে কার লোন বা গাড়ি কেনার জন্য ঋণ। বিভিন্ন ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠান এই ঋণ প্রদান করে থাকে। যার ফলে মধ্যবিত্তদের চার চাকা কেনার স্বপ্ন সহজেই পূরণ হয়।
গাড়ি কেনার স্বপ্ন বোধহয় প্রত্যেকটা মানুষই লালন করে থাকে। আসলে একটা গাড়ি থাকলে নানা রকম সুবিধা পাওয়া যায়। চটজলদি কোথাও যাতায়াতের ক্ষেত্রে কিংবা বেড়াতে যাওয়ার জন্য গাড়ি ভীষণই জরুরি। কিন্তু মধ্যবিত্তরা অনেক সময়ই গাড়ির দাম এবং অনুষঙ্গিক খরচাপাতি দেখে পিছিয়ে আসেন। ফলে গাড়ি কেনার স্বপ্নটাও অধরাই থেকে যায়। কিন্তু আজকাল সহজেই পাওয়া যাচ্ছে কার লোন বা গাড়ি কেনার জন্য ঋণ। বিভিন্ন ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠান এই ঋণ প্রদান করে থাকে। যার ফলে মধ্যবিত্তদের চার চাকা কেনার স্বপ্ন সহজেই পূরণ হয়।
advertisement
2/4
তবে কার লোন শোধ করার ক্ষেত্রে ইএমআই-এর বোঝা বেশ কয়েক বছর ধরে টানার ক্ষেত্রে অনেকের উপরই বেশ চাপ পড়ে। তাই কার লোন নেওয়ার ক্ষেত্রে একটি নীতি মেনে চলতে হবে। আর সেই নীতিটা হল ২০/১০/৪। এতে নিজের স্বপ্নের গাড়ি কেনা সম্ভব হবে। সেই সঙ্গে পকেটে চাপও পড়বে না। কিন্তু কী ভাবে কাজ করে এই ২০/১০/৪ নীতি? আজ সেই বিষয়েই আলোচনা করে নেওয়া যাক।
তবে কার লোন শোধ করার ক্ষেত্রে ইএমআই-এর বোঝা বেশ কয়েক বছর ধরে টানার ক্ষেত্রে অনেকের উপরই বেশ চাপ পড়ে। তাই কার লোন নেওয়ার ক্ষেত্রে একটি নীতি মেনে চলতে হবে। আর সেই নীতিটা হল ২০/১০/৪। এতে নিজের স্বপ্নের গাড়ি কেনা সম্ভব হবে। সেই সঙ্গে পকেটে চাপও পড়বে না। কিন্তু কী ভাবে কাজ করে এই ২০/১০/৪ নীতি? আজ সেই বিষয়েই আলোচনা করে নেওয়া যাক।
advertisement
3/4
কার লোনের ২০/১০/৪ নীতির ২০-হল ডাউনপেমেন্ট। অর্থাৎ এই নীতি মেনে গাড়ি কিনলে গাড়ি বুক করার সময়েই গাড়ির অন-রোড মূল্যের ২০ শতাংশ ডাউনপেমেন্ট হিসেবে প্রদান করতে হবে। এর পর আসা যাক, এই নীতির ১০-এর প্রসঙ্গে। নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে, এটা ইএমআই-এর পরিমাণ। অর্থাৎ গাড়ির ইএমআই যেন কোনও ভাবেই গ্রাহকের মাসিক আয়ের ১০ শতাংশের বেশি না-হয়ে যায়। আর ২০/১০/৪ নীতির ৪ হল ইএমআই পরিশোধের মেয়াদের হিসেব। যার অর্থ হল, ইএমআই-এর মেয়াদ খুব বেশি হলে হওয়া উচিত ৪ বছর।
কার লোনের ২০/১০/৪ নীতির ২০-হল ডাউনপেমেন্ট। অর্থাৎ এই নীতি মেনে গাড়ি কিনলে গাড়ি বুক করার সময়েই গাড়ির অন-রোড মূল্যের ২০ শতাংশ ডাউনপেমেন্ট হিসেবে প্রদান করতে হবে। এর পর আসা যাক, এই নীতির ১০-এর প্রসঙ্গে। নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে, এটা ইএমআই-এর পরিমাণ। অর্থাৎ গাড়ির ইএমআই যেন কোনও ভাবেই গ্রাহকের মাসিক আয়ের ১০ শতাংশের বেশি না-হয়ে যায়। আর ২০/১০/৪ নীতির ৪ হল ইএমআই পরিশোধের মেয়াদের হিসেব। যার অর্থ হল, ইএমআই-এর মেয়াদ খুব বেশি হলে হওয়া উচিত ৪ বছর।
advertisement
4/4
তবে বলে দেওয়া ভাল যে, এই নীতি হয়তো সকলেই যে মানতে পারবেন, এমনটা নয়। আসলে এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করবে গ্রাহকের আয় এবং অন্যান্য দায়-দায়িত্বের উপর। কারণ সবার আয়-ব্য়য় কিংবা দায়-দায়িত্ব তো আর এক নয়। তবে এই নীতি অনুযায়ী হিসেব করে তবেই কার লোন নেওয়া উচিত।
তবে বলে দেওয়া ভাল যে, এই নীতি হয়তো সকলেই যে মানতে পারবেন, এমনটা নয়। আসলে এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করবে গ্রাহকের আয় এবং অন্যান্য দায়-দায়িত্বের উপর। কারণ সবার আয়-ব্য়য় কিংবা দায়-দায়িত্ব তো আর এক নয়। তবে এই নীতি অনুযায়ী হিসেব করে তবেই কার লোন নেওয়া উচিত।
advertisement
advertisement
advertisement