TRENDING:

Nadia News: আট থেকে আশি খুশির ইদে মাতল সবাই

Last Updated:

প্রতিটি জেলায় হাজার হাজার মানুষ ইদের নমাজে অংশগ্রহণ করেন। গোটা রাজ্যের পাশাপাশি নদিয়া জেলাতেও মহাসমারহে পালিত হচ্ছে খুশির ইদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: জেলায় জেলায় আনন্দের সঙ্গে পালিত হচ্ছে ইদ-উল-ফিতর বা খুশির ইদ। শনিবার সকালে ইদের নমাজের মধ্য দিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে মুসলমান সম্প্রদায়ের মানুষ। তবে বাংলার ঐতিহ্য বজায় রেখে জেলায় জেলায় ইদের অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি ধরা পড়ছে। বহু জায়গায় ইদ উদযাপন কমিটিতে হিন্দু সদস্যদেরও উপস্থিতি লক্ষ্য করার মত।
advertisement

শনিবার সকালে কলকাতার রেড-রোডের নমাজে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও প্রতিটি জেলায় হাজার হাজার মানুষ ইদের নমাজে অংশগ্রহণ করেন। গোটা রাজ্যের পাশাপাশি নদিয়া জেলাতেও মহাসমারহে পালিত হচ্ছে খুশির ইদ। প্রথা মেনে মুসলমানদের পাশাপাশি হিন্দু পরিবারের সদস্যরাও একে অপরের বাড়ি গিয়ে খাওয়া-দাওয়া, ঘুরে বেড়িয়ে আনন্দ উৎসবে মেতেছে।

আরও পড়ুন: রায়দিঘিতে নতুন কমিউনিটি হল, বিশেষ কারণে বিনামূল্যেই ব্যবহার করা যাবে

advertisement

এদিন সকালবেলায় জেলার বিভিন্ন প্রান্তের ইদগাহ ময়দান, মসজিদ সর্বত্র ইদের নমাজে বিপুল ভিড় লক্ষ্য করা যায়। উৎসাহের সঙ্গে ছোট শিশুদের পাশাপাশি বড়রাও ইদের নমাজ আদায়ে অংশ নেন। নামাজ পাঠ হয়ে গেলে যে যার মত করে বাড়িতে অতিথি আপ্যায়ন বা আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে বেরিয়ে পড়েন। অল্প বয়সীদের বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায়।

advertisement

View More

ইদ উপলক্ষে বাংলার মহিলারা বাড়িতে নানান ধরনের মিষ্টি তৈরি করেন। বহু জায়গায় বিকেল থেকে নানান রকম খেলাধুলোর আয়োজন করা হয়েছে। তবে গরম সেভাবে না কমায় চিন্তা থেকে গিয়েছে আয়োজকদের। যদিও ইদের সকালের আবহাওয়া গত কয়েকদিনের থেকে তুলনায় স্বস্তিদায়ক ছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের বাজারে 'সস্তার' ফুলকপি...! এবছর কিন্তু বদলে যেতে পারে ছবিটা
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: আট থেকে আশি খুশির ইদে মাতল সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল