South 24 Parganas News: রায়দিঘিতে নতুন কমিউনিটি হল, বিশেষ কারণে বিনামূল্যেই ব্যবহার করা যাবে

Last Updated:

মথুরাপুরের সাংসদ চৌধুরী মোহন জাটুয়ার সাংসদ তহবিলের অর্থে এই কমিউনিটি হলটি তৈরি করা হয়েছে।

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: রায়দিঘিতে তৈরি হল নতুন কমিউনিটি হল। কম্পানিরঠেক এলাকায় প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে এই নতুন কমিউনিটি হলটি তৈরি হয়েছে। এলাকার সমস্ত মানুষ নিজেদের প্রয়োজনে এই কমিউনিটি হল ব্যবহার করতে পারবেন।
মথুরাপুরের সাংসদ চৌধুরী মোহন জাটুয়ার সাংসদ তহবিলের অর্থে এই কমিউনিটি হলটি তৈরি করা হয়েছে। বিডিও অফিস প্রাঙ্গণে এই অত্যাধুনিক কমিউনিটি হলটি গড়ে উঠেছে। এখানে টিভি, পাখা সহ সমস্ত রকমের ব্যবস্থা আছে।
advertisement
জানা গিয়েছে, এই কমিউনিটি হল বুক করতে হলে বিডিও অফিসে আবেদন করতে হবে। এরপর আবেদনপত্র খতিয়ে দেখে হল ভাড়া দেবে কর্তৃপক্ষ। পাশাপাশি যে কোন‌ও সমাজ ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি এই কমিউনিটি হলে বিনামূল্যে করা যাবে।
advertisement
সম্প্রতি এই হলটির উদ্বোধন হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ চৌধুরী মোহন জাটুয়া, রায়দিঘির বিধায়ক অলক জলদাতা, বিডিও নাজির হোসেন সহ অন্যান্য ব্যক্তিরা। মথুরাপুর-২ এর বিডিও নাজির হোসেন বলেন, এই কমিউনিটি হলটি তৈরি হ‌ওয়ায় এলাকার মানুষের প্রভূত উপকার হবে। বিডিও অফিসের অনেক কর্মসূচিও সেখানে করা যাবে। সকলে পদ্ধতি মেনে এই হলটি পাওয়ার জন্য আবেদন করতে পারবেন‌।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: রায়দিঘিতে নতুন কমিউনিটি হল, বিশেষ কারণে বিনামূল্যেই ব্যবহার করা যাবে
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement