হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
অত্যাধুনিক কমিউনিটি হল ব্যবহারের দিতে হবে না ভাড়া! কারণ জানলে চমকে উঠবেন

South 24 Parganas News: রায়দিঘিতে নতুন কমিউনিটি হল, বিশেষ কারণে বিনামূল্যেই ব্যবহার করা যাবে

X
title=

মথুরাপুরের সাংসদ চৌধুরী মোহন জাটুয়ার সাংসদ তহবিলের অর্থে এই কমিউনিটি হলটি তৈরি করা হয়েছে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

দক্ষিণ ২৪ পরগনা: রায়দিঘিতে তৈরি হল নতুন কমিউনিটি হল। কম্পানিরঠেক এলাকায় প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে এই নতুন কমিউনিটি হলটি তৈরি হয়েছে। এলাকার সমস্ত মানুষ নিজেদের প্রয়োজনে এই কমিউনিটি হল ব্যবহার করতে পারবেন।

মথুরাপুরের সাংসদ চৌধুরী মোহন জাটুয়ার সাংসদ তহবিলের অর্থে এই কমিউনিটি হলটি তৈরি করা হয়েছে। বিডিও অফিস প্রাঙ্গণে এই অত্যাধুনিক কমিউনিটি হলটি গড়ে উঠেছে। এখানে টিভি, পাখা সহ সমস্ত রকমের ব্যবস্থা আছে।

আরও পড়ুন: অশোকনগর সায়েন্স পার্কে ফের চালু রোপ‌ওয়ে

জানা গিয়েছে, এই কমিউনিটি হল বুক করতে হলে বিডিও অফিসে আবেদন করতে হবে। এরপর আবেদনপত্র খতিয়ে দেখে হল ভাড়া দেবে কর্তৃপক্ষ। পাশাপাশি যে কোন‌ও সমাজ ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি এই কমিউনিটি হলে বিনামূল্যে করা যাবে।

সম্প্রতি এই হলটির উদ্বোধন হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ চৌধুরী মোহন জাটুয়া, রায়দিঘির বিধায়ক অলক জলদাতা, বিডিও নাজির হোসেন সহ অন্যান্য ব্যক্তিরা। মথুরাপুর-২ এর বিডিও নাজির হোসেন বলেন, এই কমিউনিটি হলটি তৈরি হ‌ওয়ায় এলাকার মানুষের প্রভূত উপকার হবে। বিডিও অফিসের অনেক কর্মসূচিও সেখানে করা যাবে। সকলে পদ্ধতি মেনে এই হলটি পাওয়ার জন্য আবেদন করতে পারবেন‌।

নবাব মল্লিক

Published by:kaustav bhowmick
First published: