North 24 Parganas News: অশোকনগর সায়েন্স পার্কে ফের চালু রোপওয়ে
- Published by:kaustav bhowmick
Last Updated:
অশোকনগর কল্যাণগড় পুরসভা প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে এই রোপওয়েটির সংস্কার করে। এর ফলে আবার সায়েন্স পার্কে চালু হল রোপওয়ে পরিষেবা।
উত্তর ২৪ পরগনা: দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হল অশোকনগরের সায়েন্স পার্কের রোপওয়ে পরিষেবা। প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল এখানকার রোপওয়েটি। এরপরই প্রশাসনিক নির্দেশে পার্ক খোলা থাকলেও বন্ধ রাখা হয় রোপওয়ে পরিষেবা। যদিও এই সায়েন্স পার্কের বিশেষ আকর্ষণই ছিল রোপওয়ে। মূলত এটি চড়তেই বহু দর্শনার্থী এখানে আসতেন। ফলে দীর্ঘদিন এখানকার রোপওয়ে পরিষেবা বন্ধ থাকায় হতাশ ছিলেন দর্শকরা।
অবশেষে অশোকনগর কল্যাণগড় পুরসভা প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে এই রোপওয়েটির সংস্কার করে। এর ফলে আবার সায়েন্স পার্কে চালু হল রোপওয়ে পরিষেবা। এর শুভ উদ্বোধন করেন অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
advertisement
advertisement
সায়েন্স পার্কে ফের রোপওয়ে চালু হতেই উৎসাহী দর্শকের ভিড় লক্ষ্য করা যায়। মাত্র ৪০ টাকায় পার্কের নিচু অংশ থেকে পুকুর পার হয়ে ৮৫ ফুট উপরে উঠে যাবে এই রোপওয়ে। রোপওয়ে সংস্কারের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গোটা পার্কটিকেও আবার নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে পুরসভা। উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানান পুরপ্রধান। অশোকনগরের পর্যটন স্থলগুলির মধ্যে অন্যতম এই সায়েন্স পার্ক। ফলে এই পার্কের সংস্কারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পুরসভা।
advertisement
রুদ্রনারায়ণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2023 4:52 PM IST