পরে তিনি বি.এ. হুগলি কলেজ থেকে এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্র হিসাবে ১৮৮৪ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে এম.এ. একজন মেধাবী ছাত্র হওয়ার কারণে, তিনি প্রবেশিকা এবং প্রথম কলা পরীক্ষায় তার অসাধারণ ফলাফলের কারণে একটি বৃত্তি পেয়েছিলেন এবং ১৮৮৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে M.A করেন তিনি এবং সেখানে সকল ছাত্রদের মধ্যে দ্বিতীয় ছিলেন।
advertisement
আরও পড়ুনঃ পর্যাপ্ত বৃষ্টির অভাবে সমস্যায় নদিয়ার পাট চাষীরা
এরপর তিনি লন্ডনে যান এবং লন্ডন থেকে এফ আর এস করে দেশে ফিরে আসেন। কৃষ্ণনগরের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক অমরেশবাবু জানান, \" ছোটবেলা থেকেই ধনধান্যে পুষ্পে ভরা গানটি স্কুলে গিয়েছি তবে ছোটবেলায় জানতাম না এই গানের স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়ের বাড়ি কৃষ্ণনগরের কোথায়।
আরও পড়ুনঃ পৌরসভার উদ্যোগে ফেলে দেওয়া জঞ্জাল দিয়ে প্রস্তুত হচ্ছে জৈব সার নবদ্বীপে
একজন কৃষ্ণনগরবাসী হয়ে এটা না জানা আমার কাছে অত্যন্ত দুঃখজনক। বর্তমান তরুণ প্রজন্মের কাছেও দ্বিজেন্দ্রলাল রায়ের অনেক কাহিনী অজানা রয়েছে। একজন কৃষ্ণনগরবাসী হয়ে কৃষ্ণনগরের তথা গোটা বাংলার পথপ্রদর্শক দ্বিজেন্দ্রলাল রায়ের সাহিত্যের অনুরাগ এবং দেশাত্মবোধ জানা অত্যন্ত জরুরী\"।
Mainak Debnath