TRENDING:

Nadia News: নবদ্বীপের ডেঙ্গি চিত্রে এ কোন ছবি ধরা পড়ল !

Last Updated:

নদিয়া জেলাজুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়লেও নবদ্বীপে নতুন করে কেউ আক্রান্ত হয়নি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: সারা জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ‌ই বাড়ছে। কিন্তু সম্পূর্ণ উল্টো ছবি নবদ্বীপ পুর এলাকায়। পুরসভার স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী গত ১ জানুয়ারি থেকে আজ অর্থাৎ ২৭ জুলাই পর্যন্ত নবদ্বীপ পুর এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে মাত্র নয় জন। এদের মধ্যে সাতজন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। বর্তমানে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement

আরও পড়ুন: আদালত বাহিনী থাকার মেয়াদ বাড়ানোয় পড়াশোনা লাটে

নদিয়ার নবদ্বীপের এই উল্টো ছবি রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। জানা গিয়েছে এখানে যে নয় জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন তাঁরা সকলে আবার নবদ্বীপে সংক্রমিত হননি। তিনজন বাইরে থেকে অসুস্থ অবস্থায় নবদ্বীপে এসেছিলেন। অন্যান্য এলাকায় যখন প্রতিদিন নতুন ডেঙ্গি আক্রান্তের খবর আসছে সেই সময় নবদ্বীপে নতুন করে আর কেউ এই মশা বাহিত রোগে আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন পুরসভার স্বাস্থ্য আধিকারিক তাপস কুমার খাঁ।

advertisement

নবদ্বীপ ডেঙ্গি প্রতিরোধে প্রতিদিন শহরের ২৪ টি ওয়ার্ডেই নর্দমা পরিষ্কার হচ্ছে। জমা জল নজরে এলেই তা পরিষ্কার করে ফেলা হয়েছে। পাশাপাশি এলাকায় ক্ষতিকারক পতঙ্গ বা মশার লার্ভা নষ্ট করতে নিয়মিত ওষুধ স্প্রে করা হচ্ছে। পুরোদমে আবর্জনা পরিষ্কারের কাজ চলছে বলে জানান নবদ্বীপ পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণেন্দু পাল।

View More

advertisement

এই প্রসঙ্গে নবদ্বীপ পুরসভার পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা বলেন, শহরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণু মুক্ত রাখতে পুরসভার সাফাই কর্মীরা নিয়মিত কাজ করে চলেছেন। পাশাপাশি ডেঙ্গি প্রতিরোধ করতে পুরসভার অন্তর্গত প্রতিটি সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়গুলোকে ইতিমধ্যেই ভবন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লিখিত নির্দেশ দেওয়া হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
রবি ফসল চাষে আরও বাড়বে লাভ! শুধু মানতে হবে বিশেষজ্ঞের 'এই' কয়েকটি টিপস
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: নবদ্বীপের ডেঙ্গি চিত্রে এ কোন ছবি ধরা পড়ল !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল