রক্তাক্ত অবস্থায় সে কিছুটা দূরে এসে অচৈতন্য হয়ে পড়ে, সেখানে কিছু পথ চলতে সহৃদয় মানুষ পুলিশের সহায়তায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করান। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে কল্যাণী জিএনএম হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা। সেই সূত্রে জানা গেছে তার হাত পেট এবং মুখে বেশ কিছু জায়গায় ক্ষত রয়েছে।
advertisement
আরও পড়ুন – Hooghly News: গঙ্গার জলের তলায় ডুবে রয়েছে লক্ষ লক্ষ টাকা, তুলে আনাই পেশা এই মানুষদের
তবে কি কারণে এই হামলা তা বুঝতে পারছে না পরিবার, তবে বাপ্পা শেখ এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। তিনি পরিবারকে জানিয়েছেন, বিটন বিশ্বাস নামে এক ব্যক্তি সহ বেশ কয়েকজনকে চিনতে পেরেছিলেন , আর সেই মর্মে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ ও জমা করেছেন তাঁরা।
যদিও এ বিষয়ে বিটন বিশ্বাস সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি তার পরিবার সদস্য অসুস্থতার কারণে ব্যস্ত, রাস্তায় এমনকি বিভিন্ন দোকানে সিসি ক্যামেরা আছে পুলিশ খতিয়ে দেখলেই বুঝতে পারবে সেখানে কারা ছিল।মিথ্যা অভিযোগ করা হয়েছে তাঁর নামে।
যদিও গোটা বিষয়টি অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। তবে বাপ্পা শেখের শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা ভাল বলে জানিয়েছে পরিবার।
Mainak Debnath