এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রামকৃষ্ণ তরফদার জানান, বৃষ্টির পর এই রাস্তা দিয়ে চলাচল করার সময় মহিলাদের হাঁটুর উপর কাপড় তুলে হাঁটতে হচ্ছে। অনেকে পা হড়কে রাস্তায় পড়ে গিয়েছেন বলেও অভিযোগ।
আরও পড়ুন: চোখের আলোয় তমলুকের ৭০০ জনের দৃষ্টি ফিরল
এলাকার গৃহবধূ স্বাগতা বিশ্বাস জানান, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার প্রবল সমস্যায় পড়তে হচ্ছে। মাঝেমধ্যেই তারা পা হড়কে পড়ে যাচ্ছে। টোটো চালক মনসুর আলি বলেন, সামনেই হরিপুর উচ্চবিদ্যালয়। ছাত্র-ছাত্রীদের এই কাদার অংশটি পার করে দিতে হয় বিনামূল্যে। সাধারণ যাত্রীদের ক্ষেত্রে এই অংশটুকুর জন্য নামিয়ে দিতে হয়।
advertisement
এই প্রসঙ্গে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল সাহা বলেন, রাস্তা মেরামতির জন্য অর্থ বরাদ্দ মঞ্জুর হয়েছে শান্তিপুর পুরসভা থেকে। পুরপ্রধান সুব্রত ঘোষ নিজে দেখে গিয়েছেন। অল্পদিনের মধ্যেই কাজ শুরু হবে।
মৈনাক দেবনাথ






