ট্রেন পরিবর্তন করার জন্য রানাঘাটে নামে ওই পরিবার। ভুল করে উঠে পড়েন শান্তিপুর লোকালে, ওঠার পরেই ট্রেনের মধ্যে ঘটে বিপত্তি। গৌতম বাবুর টিকিট পকেটে রাখা ৭৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে এক ছিনতাইবাজ। টের পেয়েই হাত চেপে ধরে চিৎকার করতে থাকেন গৌতমবাবু।
আরও পড়ুন: ৪০-এর বেশি হাতির হানা! আতঙ্কে বীরভূম, নিদ্রাহীন রাত কাটাচ্ছে সীমান্ত এলাকার মানুষ
advertisement
এরপর উত্তেজিত জনতা দুষ্কৃতীকে মারতে মারতে নিয়ে আসেন শান্তিপুর স্টেশন পর্যন্ত। জানা যায় চোর সন্দেহে ধৃত ওই ব্যক্তির নাম রাজু মণ্ডল। মাজদিয়া বাগানপাড়ায় তাঁর বাড়ি। এই ঘটনায় তার সঙ্গে যুক্ত ছিল রানাঘাট কুপার্স ক্যাম্পের বাবু ঘোষ নামে অপর এক ব্যক্তি। যে ট্রেনের মধ্যে থেকেই কিছু টাকা নিয়ে ভিড়ের মধ্যে মিশে যায়।
আরও পড়ুন: Murshidabad Picnic: পিকনিকের নতুন ঠিকানা হীরাঝিল প্রাসাদ! ঘুরে আসুন নতুন বছরে
অন্যদিকে ধৃতকে শান্তিপুর জিআরপি-র পক্ষ থেকে রানাঘাট জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া ৭২ হাজার টাকা তুলে দেওয়া হয় পরিবারের হাতে। গৌতমবাবুর থেকে জানা যায় কোমরে হাড় সংক্রান্ত অসুস্থতার জন্য কলকাতা মুকুন্দপুরে অর্থপেডিক চিকিৎসকের কাছে যাওয়ার কথা। বাদকুল্লায় আত্মীয়র বাড়িতে এদিন রাতে থাকার পরিকল্পনা ছিল। যদিও এখন এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Mainak Debnath