Birbhum News: ৪০-এর বেশি হাতির হানা! আতঙ্কে বীরভূম, নিদ্রাহীন রাত কাটাচ্ছে সীমান্ত এলাকার মানুষ

Last Updated:

হাতির আতঙ্ক ছড়িয়েছে বীরভূমের কাঁকরতলা থানার অন্তর্গত বীরভূম ঝাড়খন্ড সীমান্ত এলাকায়। এখানে এই বিপুল সংখ্যক হাতি এসে জমায়েত করেছে মূলত ঝাড়খন্ডের চাঁদের বাঁধ নামে একটি এলাকা থেকে।

+
হাতির

হাতির দল

#বীরভূম: ছানাপোনা নিয়ে একসঙ্গে ৪০টির বেশি হাতি যে কোনও সময় তারা বীরভূমে ঢুকতে পারে। আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। এমনকি বীরভূম সীমান্ত এলাকায় ঢুকে গেলেও বন বিভাগের তৎপরতায় তাদের ফেরত পাঠানো সম্ভব হয়। এই হাতির দলের সঙ্গে থাকা একটি দাঁতাল আরও বেশি আতঙ্ক বাড়াচ্ছে এবং মানুষ দেখলেই তাড়া করছে।
হাতির আতঙ্ক ছড়িয়েছে বীরভূমের কাঁকরতলা থানার অন্তর্গত বীরভূম ঝাড়খন্ড সীমান্ত এলাকায়। এখানে এই বিপুল সংখ্যক হাতি এসে জমায়েত করেছে মূলত ঝাড়খন্ডের চাঁদের বাঁধ নামে একটি এলাকা থেকে। এরপর রাতে কাঁকরতলা থানার অন্তর্গত রসা বিট এলাকায় সেই হাতির দল প্রবেশও করে। এরপরই বীরভূমের বিভিন্ন বন দফতরের কর্মীদের প্রচেষ্টা, পুলিশ প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফের ওই হাতির দল ঝাড়খণ্ডে ফেরত পাঠানো সম্ভব হয়। তবে ওই হাতির দল একেবারে বীরভূম সীমান্তে রয়েছে বলে জানা যাচ্ছে বন দফতর সূত্রে।
advertisement
advertisement
অন্যদিকে যাতে এই হাতির দল আবার বীরভূমে প্রবেশ করতে না পারে তার জন্য বন দফতরের কর্মীরা, পুলিশ প্রশাসন এবং গ্রামবাসীদের সহযোগিতায় প্রহরা শুরু হয়েছে। হুলা পার্টি থেকে শুরু করে ঐরাবত-সহ বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম রাখা হয়েছে হাতির দলকে বীরভূম সীমান্ত এলাকা থেকে দূরে সরানোর জন্য। গতকাল রাতের পর বুধবার সন্ধ্যা নামার আগেই নতুন করে বন দফতরের কর্মীরা হাতি তাড়ানোর জন্য ড্রাইভ শুরু করবেন।
advertisement
তবে এখনও পর্যন্ত এই হাতির দল এলাকায় কোন ক্ষয়ক্ষতি করেনি। সতর্কতা হিসাবে গ্রামবাসীদের সজাগ থাকতে বলা হয়েছে এবং যে সকল বাড়িঘর রয়েছে সেগুলির ধারে কাছে রাতে আগুন জ্বালিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হাতি হানা দিতে না পারে। হাতির দল এখন বীরভূম সীমান্তে ঝাড়খন্ডে বসবাস করলেও যে কোনও সময় বীরভূমে প্রবেশ করতে পারে, এমন আতঙ্ক রয়েছে।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: ৪০-এর বেশি হাতির হানা! আতঙ্কে বীরভূম, নিদ্রাহীন রাত কাটাচ্ছে সীমান্ত এলাকার মানুষ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement