TRENDING:

Nadia News: সীমান্তরক্ষী বাহিনীদের তৎপরতায় নদিয়ায় বিরল প্রজাতির পাখি উদ্ধার

Last Updated:

পাচারকারীদের হাত থেকে আনুমানিক লক্ষাধিক টাকার বিরল প্রজাতির পাখি উদ্ধার করল বিএসএফ আধিকারিকেরা। পাখি পোষার শখ অনেকেই রেখে থাকেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া : পাচারকারীদের হাত থেকে আনুমানিক লক্ষাধিক টাকার বিরল প্রজাতির পাখি উদ্ধার করল বিএসএফ আধিকারিকেরা। পাখি পোষার শখ অনেকেই রেখে থাকেন। তবে সব ধরনের পাখি পোষা যায় না কিছু দুর্মূল্য পাখি রয়েছে যেগুলি পোষা সরকার থেকে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে বেশ কিছু অসাধু ব্যক্তিরা সেই সমস্ত পাখিগুলি চোরাচালান করে থাকে। নদিয়া জেলার বেশ কিছু এলাকা বাংলাদেশ সীমান্তের কাঁটাতার ভাগ করে নিয়েছে। সীমান্তবর্তী এলাকায় নদিয়া জেলা হওয়ায় একাধিক চোরাচালান ও পাচারকারীদের উৎপাত থাকে প্রায়শই।
advertisement

তবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে বেশিরভাগ সময়ই এই সমস্ত পাচারকারী চোরাচালানকারী চক্ররা ধরা পড়ে যায়। ঠিক তেমনই ৮২ নম্বর ব্যাটালিয়নের সীমান্ত রক্ষী বাহিনীর দ্বারা প্রায় নটি বিরল প্রজাতির পাখি উদ্ধার হল চোরাচালান কারবারিদের হাত থেকে। এই পাখিগুলির আনুমানিক মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানা যায়। চোরাচালান কারবারীরা তিনটি কাঠের বাক্স করে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসছিল সেই পাখিগুলি।

advertisement

আরও পড়ুনঃ প্রায় দেড় বছর পর বাংলাদেশ থেকে দেশে ফিরলেন তিন অনুপ্রবেশকারী

সীমান্ত রক্ষী বাহিনীদের সেই সমস্ত চোরাচালান কারবারীরা নজরে আসলে পরে তাদেরকে ধাওয়া করে। ধাওয়া করলে পরে চোরাচালান কারবারিরা সেই বাক্স গুলি ফেলে সেই স্থান থেকে পালিয়ে যায়। অন্ধকার ও ঝোপ যার থাকার ফলে চোরাচালান কারবারিরা পালাতে সক্ষম হয়। তবে নিয়ে যেতে পারেনি তারা বহু মূল্যের সেই পাখি গুলির বাক্স। সীমান্ত রক্ষী বাহিনীরা সেই পাখি সমেত বাক্স উদ্ধার করে নিয়ে আসে ক্যাম্পে।

advertisement

View More

আরও পড়ুনঃ বিসর্জনের সঙ্গে সঙ্গেই হাইড্রার সাহায্যে তুলে ফেলা হল প্রতিমার কাঠামো

কাঠের বাক্স গুলি খুললে পরে দেখা যায় তার মধ্যে রয়েছে ৪ টি বিরল প্রজাতির কালো ককাটুস, ৪ টি টুকাইন এবং একটি মার্বো সর্ট্ক পাখি। যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানতে পারা যায়। উদ্ধার হওয়া বিরল প্রজাতির পাখিগুলি কৃষ্ণনগর বনদপ্তর আধিকারিকদের কাছে তুলে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ৫৮ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার বলেন, আমাদের জওয়ানরা সীমান্তে বিরল প্রজাতির পাখি পাচার বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন আমরা কোন অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: সীমান্তরক্ষী বাহিনীদের তৎপরতায় নদিয়ায় বিরল প্রজাতির পাখি উদ্ধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল