আরও পড়়ুন: অস্তিত্ব সঙ্কটে গন্ধগোকুল, সংরক্ষণের দাবি পরিবেশপ্রেমীদের
বিএসএফ অবশ্য বিপ্লব মণ্ডলকে নিরাশ করেনি। সঙ্গে সঙ্গে তাঁদের প্রত্যেকটি টহলদারী টিমকে সতর্ক করে দেওয়া হয়। পাশাপাশি বিএসএফের গোয়েন্দা বিভাগের আধিকারিক দেবেন্দর সিং রাজওয়াত বাংলাদেশের সীমান্ত রক্ষীবাহিনী বিজিবির সঙ্গেও যোগাযোগ করেন। সোমবার সকালে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জানানো হয়, গরুটি বিজিবির হাতে ধরা পড়েছে। ভারতীয় সময় সকাল ৯ টা নাগাদ নিউ উদয় বিওপির কোম্পানি কমান্ডার দিলীপ কুমার মেধির নেতৃত্বে ওই গরুটিকে নিয়ে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং হয়।
advertisement
বাংলাদেশের তরফ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবির রামকৃষ্ণপুর ক্যাম্প কমান্ডার আব্দুল রহমান সহ তাঁর সহকর্মীরা। সেখানেই গরুটিকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। পরে বিএসএফ মধুগাড়ি পঞ্চায়েতের সদস্য শঙ্কর মণ্ডলের উপস্থিতিতে গরুটি বিপ্লব মণ্ডলের হাতে তুলে দেয়। কার্যত বিএসএফের সহযোগিতাতেই চুরি যাওয়া গরু ফেরত পেলেন তিনি।
মৈনাক দেবনাথ