South 24 Parganas News: অস্তিত্ব সঙ্কটে গন্ধগোকুল, সংরক্ষণের দাবি পরিবেশপ্রেমীদের
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
গন্ধগোকুল এশিয়ান পাম কাভিয়েট প্রজাতির প্রাণী। আইইউসিএন-র বিচারে এটি বিপন্ন শ্রেণিভুক্ত। শামুক, ছোট প্রাণী, তাল ও খেজুরের রস খায় গন্ধগোকুল।
দক্ষিণ ২৪ পরগনা: অস্তিত্ব সঙ্কটে গন্ধগোকুল। এই অবস্থায় রাজ্য তালিকাভুক্ত প্রাণীটিকে সংরক্ষণের দাবি জানালেন পরিবেশপ্রেমীরা। সম্প্রতি বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে এলাকাবাসী পিটিয়ে এই প্রাণীটিকে মেরে ফেলছে। বিপন্ন এই প্রাণীটির সংখ্যা এর ফলে আরও দ্রুত কমছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্যই সরব হলেন পরিবেশপ্রেমীরা।
আরও পড়়ুন: বীরভূমকে ‘বাগে’ আনতে নতুন পুলিশ জোনের ভাবনা
গন্ধগোকুল এশিয়ান পাম কাভিয়েট প্রজাতির প্রাণী। আইইউসিএন-র বিচারে এটি বিপন্ন শ্রেণিভুক্ত। শামুক, ছোট প্রাণী, তাল ও খেজুরের রস খায় গন্ধগোকুল। খাদ্যের অভাব দেখা দিলে হাঁস ও মুরগির বাচ্চাও ধরে খায়। এদের গায়ে সুমিষ্ট গন্ধ পাওয়া থাকে। কিন্তু এদের মাংসের লোভে বহু জায়গায় এখনও গন্ধগোকুল হত্যা করা হয়। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলি ভেসে ওঠে। এই নিয়েই সরব হয়েছেন পরিবেশপ্রেমীরা।
advertisement
advertisement
সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে দুটি গন্ধগোকুলকে ধরে নিয়ে যাচ্ছিল বেদে সম্প্রদায়ের লোকজন। খবর পেয়ে রাকেশ সাঁতরা নামে এক পরিবেশপ্রেমী এসে গন্ধগোকুল দু’টিকে উদ্ধার করে। পরে তাদের বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। নিয়মমাফিক তাদের স্বাস্থ্য পরীক্ষা করার পর সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়।
গন্ধগোকুলদের এই বিপদ সম্পর্কে আরেক পরিবেশপ্রেমী শুভ্রদ্বীপ বৈদ্য জানান, গন্ধগোকুল মারা আইনত অপরাধ। অনেকেই এ কাজ করছে। মূলত বেদে সম্প্রদায়ের মানুষজন এই কাজ করে থাকে। সরকারের উচিৎ ওই সম্প্রদায়ের জন্য বিকল্প কিছু ভাবনাচিন্তা করা।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 4:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: অস্তিত্ব সঙ্কটে গন্ধগোকুল, সংরক্ষণের দাবি পরিবেশপ্রেমীদের