TRENDING:

Nadia News: সিপিএম থেকে বিজেপিতে গিয়ে ভোটে জিতেও পঞ্চায়েত সদস্য হওয়া হল না প্রাক্তন প্রধানের!

Last Updated:

সিপিএম থেকে বিজেপিতে গিয়ে ভোটে জিতেছিলেন। কিন্তু পঞ্চায়েত সদস্য পদে শপথ নেওয়ার আগেই হৃদরোগে মৃত্যু হল প্রাক্তন প্রধান বিশ্বনাথ প্রামানিকের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে জয়ী বিজেপি প্রার্থী বিশ্বনাথ প্রামানিকের। রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার অন্তর্গত নবলা পঞ্চায়েতের সিপিএমের প্রাক্তন প্রধান ৬৭ বছরের বিশ্বনাথ প্রামানিক। এই বছর পঞ্চায়েত ভোটে তিনি অবশ্য বিজেপির টিকিটে প্রার্থী হন নবলা পঞ্চায়েতের সবুজনগর নারকেল বাগান এলাকায়। ৩৮ ভোটে জয়ী হন তিনি। কিন্তু পঞ্চায়েত সদস্য পদে শপথ নেওয়ার আগেই মারা গেলেন বিশ্বনাথবাবু।
advertisement

আরও পড়ুন: বন্যা দুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়ালেন ড্রাইভার নবীন

পরিবার সূত্রে খবর, সোমবার অন্যান্য দিনের মতোই রাতের খাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন বিশ্বনাথ প্রামানিক। মঙ্গলবার ভোরে হঠাতই হৃদরোগে আক্রান্ত হন। পরিজনরা সঙ্গে সঙ্গে চিকিৎসককে খবর দেন। কিন্তু চিকিৎসক এসে তাঁকে দেখে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

advertisement

View More

প্রসঙ্গত ২০০৮ থেকে ১৩ সাল পর্যন্ত নবলা পঞ্চায়েত সিপিএমের দখলে ছিল। সেই সময় প্রধান ছিলেন বিশ্বনাথবাবু। পরবর্তীতে তিনি দল বদলে বিজেপিতে যান। তিনি প্রধান থাকাকালীন নির্মল পঞ্চায়েত হিসেবে নবলা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল। স্বভাবতই বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এদিন তাঁর মরদেহে শ্রদ্ধা জানানো হয়। এবার ৩০ আসন বিশিষ্ট নবলা পঞ্চায়েতে তৃণমূল ১৭ টি আসনে জয়ী হয়েছে।সিপিএমের ৩ টি ও বিজেপি ১০ সংসদে জয়ী হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: সিপিএম থেকে বিজেপিতে গিয়ে ভোটে জিতেও পঞ্চায়েত সদস্য হওয়া হল না প্রাক্তন প্রধানের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল