সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনের আগে নদিয়ার কৃষ্ণনগর এক নম্বর ব্লকের অন্তর্গত শ্যামপুর বাজার থেকে কৃষ্ণনগর ঠাকুরতলা পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এবং জনসংযোগ যাত্রায় উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সঙ্গে রয়েছেন কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার-সহ রানাঘাট লোকসভার সাংসদ এবং রাজ্য বিজেপির-সহ সভাপতি জগন্নাথ সরকার-সহ বিভিন্ন নেতৃত্ব।
advertisement
আরও পড়ুন: হাতের পাঁচ ৩৩৭ নিয়েই কাজ শুরু কমিশনের! কোন কোন জেলায় বিশেষ নজর? রইল বিস্তারিত তালিকা
আরও পড়ুন: ঠিক কত পেলে পাশ করা যাবে টেট? নম্বর নিয়ে বিরোধ দুই বিচারপতির মধ্যেই, নজিরবিহীন ঘটনা
কৃষ্ণনগর এক নম্বর ব্লকের শ্যামপুর বাজার থেকে খোলা জিপে করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দাদের হাত নাড়তে নাড়তে তিনি চলে যান ঠাকুরতলার নৃসিংহদেব মন্দিরে। এবং সেখানে গিয়েই ভক্তি সহকারে পুজো দেন তিনি।
এর পর পুজো দেওয়ার পরেই তিনি স্থানীয় বেশ কিছু মানুষের আবদার পূরণ করেন তাঁদের সঙ্গে ছবি তোলার। এরপরেই মন্দিরের পাশে থাকা এক ভিক্ষুককে নিজের গলার মালাটি পরিয়ে তাঁর হাতেও ধরিয়ে দেন পুষ্পস্তবক। স্বাভাবিকভাবেই তার এই সহমর্মিতায় খুশি হয়েছেন রাজনৈতিক কর্মী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও।
Mainak Debnath