WB Panchayat Election: হাতের পাঁচ ৩৩৭ নিয়েই কাজ শুরু কমিশনের! কোন কোন জেলায় বিশেষ নজর? রইল বিস্তারিত তালিকা

Last Updated:

এরমধ্যে গত ২৩ জুন আরও ৩১৫ কোম্পানি পাঠায় কেন্দ্র। বর্তমানে কমিশনের হাতে থাকা মোট ৩৭৭ কোম্পানি বাহিনীই বিভিন্ন জেলায় মোতায়েন করা হল বুধবার৷

কলকাতা: গত ২৩ জুন রাজ্যে পৌঁছে গিয়েছে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ এর আগেই কমিশনের আবেদনে সাড়া দিয়ে রাজ্যে ২২ কোম্পানি বাহিনী পাঠিয়েছিল কেন্দ্র৷ সব মিলিয়ে এখন কমিশনের হাতে রয়েছে মোট ৩৩৭ কোম্পানি বাহিনী৷ কিন্তু, ঠিক কোথায় কোথায় মোতায়েন করা হবে এই বাহিনী, এতদিন পর্যন্ত বিষয়টি পরিকল্পনার স্তরেই ছিল৷ বুধবার এ নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত নিল কমিশন৷ জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হল তালিকা৷ কোথায় কত পরিমাণ কোন বাহিনী মোতায়েন হল, দেওয়া হল সম্পূর্ণ তথ্য৷
রাজ্যের ২২টি জেলার মধ্যে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদ৷ এখানে মোট ২৭ কোম্পানি বাহিনী বরাদ্দ হয়েছে৷ তারপরেই বাঁকুড়া৷ এই জেলায় মোতায়েন হয়েছে ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ তারপরে উত্তর ২৪ পরগনা৷ এখানে মোতায়েন ২৩ কোম্পানি বাহিনী৷
আরও পড়ুন: ঠিক কত পেলে পাশ করা যাবে টেট? নম্বর নিয়ে বিরোধ দুই বিচারপতির মধ্যেই, নজিরবিহীন ঘটনা
এছাড়াও, বীরভূম, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, পুরুলিয়াতেও থাকছে ভাল রকমের নিরাপত্তা৷ কোন জেলায় কত বাহিনী মোতায়েন হয়েছে এখনও পর্যন্ত, রইল তালিকা-
advertisement
advertisement
আলিপুরদুয়ার- মোট ৭ কোম্পানি
এসএসবি-৬ , আইটিবিপি-১
বাঁকুড়া- মোট ২৫ কোম্পানি
সিআরপিএফ-১১, সিআইএসএফ-৪ ও এসএপি- ১০
বীরভূম- মোট ২০ কোম্পানি
সিআরপিএফ-৮, আইটিবিপি- ১১ ও আরপিএফ-১
কোচবিহার- মোটা কোম্পানি ১৫
বিএসএফ-১০, আইটিবিপি-১ ও আরপিএফ ৪
দক্ষিণ দিনাজপুর- মোট কোম্পানি ৭
বিএসএফ -৭
দার্জিলিং- মোট কোম্পানি ৬
বিএসএফ -১ এসএপি- ৬
হুগলি- মোট কোম্পানি ১৩
advertisement
সিআরপিএফ- ২, এসএসবি-১ ও এসএপি- ১০
হাওড়া- মোট ১১ কোম্পানি
বিএসএফ ১ ও এসএপি- ১০
জলপাইগুড়ি- মোট ১১
বিএসএফ-৩, এসএসবি-২, আইটিবিপি-৫ ও আরপিএফ- ১
ঝাড়গ্রাম- মোটা ১১ কোম্পানি
সিআরপিএফ- ৬, বিএসএফ-১১
কালিম্পং- মোট ৫ কোম্পানি
আইটিবিপি-১, এসএসবি-৪
মালদা- মোট ১৮ কোম্পানি
সিআরপিএফ- ৪, বিএসএফ- ৭, সিআইএসএফ-২, এসএসবি-৫
মুর্শিদাবাদ- মোট ২৭কোম্পানি
advertisement
সিআরপিএফ-৩, বিএসএফ-১২, সিআইএসএফ-২, এসএসবি-১, আইটিবিপি- ২, আরপিএফ- ৭
নদিয়া- মোট ১৯ কোম্পানি
সিআরপিএফ-৬, বিএসএফ-৭, সিআইএসএফ-২, এসএসবি-২, আইটিবিপি-২
উত্তর ২৪ পরগনা- মোট ২৩ কোম্পানি
সিআরপিএফ- ৩, বিএসএফ-১, সিআইএসএফ-৯ ও এসএপি- ১০
পশ্চিম বর্ধমান- মোট ৯ কোম্পানি
এসএসবি-১, আরপিএফ-৩, এসএপি-৫
পশ্চিম মেদিনীপুর- মোট ২০ কোম্পানি
সিআরপিএফ- ১, আরপিএফ-৪
এসএপি- ১৫
advertisement
এসএসবি-১, এসএপি-২০
পূর্ব মেদিনীপুর- মোট কোম্পানি ১৯
সিআরপিএফ- ৪, এসএপি- ১৫
পুরুলিয়া- মোট ২১ কোম্পানি
সিআরপিএফ- ৩, সিআইএসএফ-৬,
এসএসবি-৬, আইটিবিপি-১ ও এসএপি-৫
দক্ষিণ ২৪ পরগনা- মোট ১৯ কোম্পানি
সিআরপিএফ- ৫, বিএসএফ-৪, এসএপি- ১০
উত্তর দিনাজপুর- মোট ফোর্স ১০
বিএসএফ ১০
(এসএপি- স্পেশাল আর্মড পুলিশ ফোর্স)
আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। আদালতের নির্দেশ মেনে প্রাথমিক ভাবে ২২ জেলার জন্য ১ কোম্পানি করে ২২ কোম্পানি বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন৷ কমিশনের আর্জি মেনে তা পাঠিয়েও দেয় কেন্দ্র৷ কিন্তু, এর পরে ফের আদালতের নির্দেশে আরও ৮০০ কোম্পানি আধা সামরিক বাহিনী চায় কমিশন। সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়ায় ৮২২ কোম্পানি৷
advertisement
এরমধ্যে গত ২৩ জুন আরও ৩১৫ কোম্পানি পাঠায় কেন্দ্র। বর্তমানে কমিশনের হাতে থাকা মোট ৩৩৭ কোম্পানি বাহিনীই বিভিন্ন জেলায় মোতায়েন করা হল বুধবার৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Panchayat Election: হাতের পাঁচ ৩৩৭ নিয়েই কাজ শুরু কমিশনের! কোন কোন জেলায় বিশেষ নজর? রইল বিস্তারিত তালিকা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement