Joint Entrance Examination: জয়েন্টের র‍্যাঙ্ক নিয়ে বেনজির জালিয়াতি! এজলাসে বসেই ছাত্রের কারসাজি ফাঁস করলেন বিচারপতি, অদ্ভুত কাণ্ড!

Last Updated:

দেখা যায়, দ্বিতীয়বার যে Rank পরীক্ষার্থী দেখেছেন সেটাই ঠিক৷ এরপর পরীক্ষার্থীকেই পাল্টা প্রশ্নোত্তর শুরু করেন বিচারপতি। বিচারপতি চন্দের প্রশ্নের মুখে ভেঙে পড়েন ওই পরীক্ষার্থী৷ অজয় স্বীকার করে নেন যে, তিনি Rank সংক্রান্ত ডাউনলোডেড নথি জালিয়াতি করেছেন৷ এরপরই মামলা খারিজ করে দেন বিচারপতি চন্দ।

কলকাতা: এজলাসে বসে নিজেই স্মার্টফোনে QR Code স্ক্যান করে জয়েন্ট পরীক্ষার্থীর জালিয়াতি হাতেনাতে ধরে ফেললেন বিচারপতি কৌশিক চন্দ। একটি নয়, নিজের ও আইনজীবীর মোট দুটি ফোনে স্ক্যান করলেন QR Code৷ আর Code স্ক্যান করে বিস্মিত বিচারপতি কৌশিক চন্দ।
চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় অংশ নিয়েছিলেন অজয় ( নাম পরিবর্তিত)৷ তাঁর দাবি, তিনি যখন প্রথম ওয়েবসাইটে নিজের Rank দেখেন তখন তাঁর GMR বা General Merit Rank ছিল ১৬ এবং PMR বা Pharmacy Merit Rank ছিল ২৪৷
আরও পড়ুন: ‘ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সেনায় যোগ দেব..’, সেবকে দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা মমতার
কিন্তু পরে তিনি আবার যখন নিজের Rank পরীক্ষা করেন তখন দেখা যায় তার GMR বা General Merit Rank হয়েছে ১৪৩৯ এবং PMR বা Pharmacy Merit Rank হয়েছে ৩২৮৫৷ এরপরেই আদালতের দ্বারস্থ হন ওই ছাত্র৷
advertisement
advertisement
ছাত্রের তরফে সম্পূর্ণ অভিযোগ শুনে বিচারপতি প্রশ্ন তোলেন, এই বিষয়ের তদন্তভার কেন সিবিআইকে দেওয়া হবে না। আর ঠিক তখনই উত্তরপত্রে থাকা QR Code এর প্রসঙ্গ উত্থাপন করেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আইনজীবী৷
আরও পড়ুন: বর্ষাকালে কত ডিগ্রিতে রাখা উচিত AC? যাতে পকেটেও টান পড়বে কম, ভাল থাকবে মেশিনও
দেখা যায়, দ্বিতীয়বার যে Rank পরীক্ষার্থী দেখেছেন সেটাই ঠিক৷ এরপর পরীক্ষার্থীকেই পাল্টা প্রশ্নোত্তর শুরু করেন বিচারপতি। বিচারপতি চন্দের প্রশ্নের মুখে ভেঙে পড়েন ওই পরীক্ষার্থী৷ অজয় স্বীকার করে নেন যে, তিনি Rank সংক্রান্ত ডাউনলোডেড নথি জালিয়াতি করেছেন৷ এরপরই মামলা খারিজ করে দেন বিচারপতি চন্দ।
advertisement
জয়েন্ট এন্ট্রাস বোর্ডের আইনজীবী অমিতাভ চৌধুরী জানান, QR code জালিয়াতি করার পর সেটাকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য মামলা করা। অবাক করার মতো ঘটনা। আমরা উপযুক্ত পদক্ষেপ নেব। যদিও অজয় যেহেতু এখনও ছাত্র, তাই তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ বা বিরূপ প্রতিক্রিয়া গ্রহণ না করতে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে অনুরোধ করেছেন বিচারপতি৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Joint Entrance Examination: জয়েন্টের র‍্যাঙ্ক নিয়ে বেনজির জালিয়াতি! এজলাসে বসেই ছাত্রের কারসাজি ফাঁস করলেন বিচারপতি, অদ্ভুত কাণ্ড!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement