Mamata Banerjee: ‘ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সেনায় যোগ দেব..’, সেবকে দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা মমতার
- Published by:Satabdi Adhikary
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
সেনার তরফেও এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার ১:৩৫ মিনিট নাগাদ সেবক এয়ারবেসে প্রিকশানারি ল্যান্ডিং করে৷ উনি ওয়েটিং লাউঞ্জে বেশ কিছুটা সময় অপেক্ষা করছিলেন।
উত্তরবঙ্গ: গত মঙ্গলবার জলপাইগুড়ি থেকে মালবাজারের উদ্দেশে যাওয়ার পথেই মাঝ আকাশের দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার৷ বৈকুণ্ঠপুরের জঙ্গলের উপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির মুখে পড়ে কপ্টারটি। দুর্ঘটনা এড়াতে জরুরি অবতরণের তোড়জোড় শুরু করে দেন কপ্টার চালক। শেষে বাগডোগরার দিকে না গিয়ে সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রী কপ্টার।
সেখানেই মুখ্যমন্ত্রী এবং কপ্টারে থাকা যাত্রীরা বেশ কিছুক্ষণ সময় কাটান৷ উপস্থিত সেনা আধিকারিক ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন৷ দেশের সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: বর্ষাকালে কত ডিগ্রিতে রাখা উচিত AC? যাতে পকেটেও টান পড়বে কম, ভাল থাকবে মেশিনও
সেবক এয়ারবেসে সেনা আধিকারিকদের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানান। একই সাথে তিনি উল্লেখ করেন, তিনিও সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন। জানান, সেনা বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করতে পেরে তিনি খুশি৷
advertisement
advertisement
মঙ্গলবার জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরা বিমানবন্দরে ফেরার সময়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার প্রিকশানারি ল্যান্ডিং করে সেবক এয়ারবেসে৷ প্রাকৃতিক দূর্যোগের আঁচ করতে পেরেই পাইলট ও কো-পাইলট এই সিদ্ধান্ত নেন। সেবক এয়ারবেসে বেশ কিছুটা সময় কাটান মমতা বন্দ্যোপাধ্যায়। সেনা আধিকারিকদের সাথে গল্প করেন৷
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ‘মিসিং ফাইল’-এর খোঁজ! হঠাৎ করেই উধাও, কোথায় গেল..তৎপর সিবিআই
এয়ারবেসের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে সেনা আধিকারিকদের মাঝে দাঁড়িয়ে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, “আমি আর্মি ম্যান হতে খুব পছন্দ করতাম। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি সেনাতে যোগ দেব। কিন্তু সেই সময় সুযোগ পাইনি। আজ আমাদের হেলিকপ্টার এমার্জেন্সি ল্যান্ডিং হয়েছিল। তারপর আর্মি আমার পুরো খেয়াল রেখেছে। আমি এটা কোনওভাবেই ভুলব না। আমার আক্ষেপ মিটে গেল, এবার আপনাদের সঙ্গে দেখা করার সুযোগ অন্তত মিলল।’’
advertisement

উপস্থিত সেনা কর্তাদের প্রশংসা করে মমতা বলেন, ‘‘আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের পরিবারকে আমার অভিনন্দন জানাবেন।সেনাকে আমার অভিনন্দন। অফিসার থেকে জওয়ান, সকলকে আমার অভিনন্দন। কারণ ওনারা ওঁদের জীবন মাতৃভূমির জন্য উৎসর্গ করেছেন। পরিবারের জন্য সময় দিতে পারেন না আপনারা। আপনাদের মাতৃভূমিই আপনাদের পরিবার। স্যালুট জানাচ্ছি আপনাদের ও আপনাদের পরিবারকে।”
advertisement
পরে সেনার তরফেও এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার ১:৩৫ মিনিট নাগাদ সেবক এয়ারবেসে প্রিকশানারি ল্যান্ডিং করে৷ উনি ওয়েটিং লাউঞ্জে বেশ কিছুটা সময় অপেক্ষা করছিলেন। সেখানেই তিনি সেনা আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেন। প্রশাসনের তরফে তাঁর বাগডোগরা যাওয়ার ব্যবস্থা করার পরে দুপুর ২:৪৩ মিনিট নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 28, 2023 10:02 AM IST