এক মাস সময় লেগেছে এটি তৈরি করতে। মুর্শিদাবাদের সিল্কের সুতো দিয়ে তাঁর অবয়ব ফুটিয়ে তুলে ধরেছেন। এর আগেও তিনি কন্যাশ্রী নিয়ে শাড়ি তুলে দিয়েছেন এইবার তাঁর হাতে এই শাড়ি তুলে দিতে চান। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই শাড়ি তাঁর হাতে তুলে দেবেন।
আরও পড়ুন- শাহরুখকে খুনের হুমকি! পরিবারের ‘কাছের লোক’ চেয়েছিলেন মেরে ফেলতে, কারণ শুনলে শিউরে উঠবেন আপনিও
advertisement
আরও পড়ুন- ‘ট্রিপে যা হয়েছিল…’, কীভাবে দীপঙ্করের কাছাকাছি এলেন দোলন, ফাঁস হতেই তোলপাড়!
এর আগে তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে এমন উপহার দিয়েছিলাম। বাংলার জামদানি শাড়িতে মোদিকে জনতার সামনে ভাষণ দেওয়া অবস্থায় ছবি, তাঁতে হাতে বুনে একটি শাড়ি তুলে দিয়েছিলেন বীরেন কুমার বসাক। এর আগে তিনি মুখ্যমন্ত্রীকে প্রায় এই ধরনের একটি শাড়ি উপহার দেন তবে এবার তাঁর ভাষণ দেওয়া অবস্থার ছবি সম্বলিত একটি শাড়ি । এছাড়া তিনি অনেক গুণী, চিত্র তারকার হাতে ফুলিয়ার শাড়ি দিয়েছেন।
বীরেন কুমার বসাক পশ্চিমবঙ্গের নদিয়ার ফুলিয়ার তিনি একজন স্বনামধন্য তাঁতি। এর আগে তাঁর শাড়িতে ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেছেন। এ প্রসঙ্গে বীরেন বাবু বলেন, রাজনৈতিক সমালোচনা থাকতেই পারে তবে রাজ্যের প্রশাসনিক সর্বময় কর্তীর প্রতি এই শুভকামনা সকল হস্তচালিত তাঁত শিল্পীদের পক্ষ থেকে।
Mainak Debnath





