বাবুল সুপ্রিয়র গান কমবেশি সকলেরই পছন্দের। শান্তিপুরের এই পুষ্প প্রদর্শনী মেলার দ্বিতীয় দিন সেই গান গেয়েই হাজার হাজার ভক্তকে কোমর দুলিয়ে ছাড়লেন বাবুল।
শান্তিপুর পুরসভার আয়োজনে পুষ্প প্রদর্শনী বা ফুল মেলা হচ্ছে। সেখানেই দ্বিতীয় দিনের শুরু থেকেই বিশিষ্ট বেশ কিছু সঙ্গীত শিল্পীর সমন্বয়ে জমজমাট হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। প্রথম দিনের তুলনায় দ্বিতীয়দিন শান্তিপুর পাবলিক লাইব্রেরির মাঠে তিল ধারণের জায়গা ছিল না। শেষ শিল্পী হিসেবে মঞ্চে ওঠেন বাবুল সুপ্রিয়। এরপরেই লক্ষ্য করা যায় ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস। অনুষ্ঠানের শেষে সঙ্গীত শিল্পী তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়কে বিশেষভাবে সংবর্ধিত করেন শান্তিপুর পুরসভার পুরপ্রধান সুব্রত ঘোষ সহ অন্যান্য পুর প্রতিনিধিরা।
advertisement
আরও পড়ুন: সবচেয়ে বড় সরস্বতী! ৮০ ফুটের প্রতিমা দেখতে উপচে পড়ছে ভিড়
এই ফুল মেলা আরও দু'দিন চলবে। বাকি দু'দিনও মঞ্চ কাঁপাতে আসছেন অন্যান্য স্বনামধন্য শিল্পীরা। এখন দেখার বাকি দু'দিনে কতটা জমজমাট হয়ে ওঠে শান্তিপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণের পুষ্প প্রদর্শনী মেলা। তবে গোটা মেলা চত্বরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে সজাগ নজর রেখেছে শান্তিপুর পুরসভা কর্তৃপক্ষ। এর জন্য নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা।
মৈনাক দেবনাথ