Saraswati Puja: সবচেয়ে বড় সরস্বতী! ৮০ ফুটের প্রতিমা দেখতে উপচে পড়ছে ভিড়

Last Updated:

সবচেয়ে বড় দুর্গার মত এ যেন সবচেয়ে বড় সরস্বতী! ৮০ ফুটের প্রতিমা দেখতে খড়দহে উপচে পড়ছে মানুষের ভিড়

৮০ ফুটের সরস্বতী 
৮০ ফুটের সরস্বতী 
উত্তর ২৪ পরগনা: কয়েক বছর আগে কলকাতার দেশপ্রিয় পার্কে সবচেয়ে বড় দুর্গা হয়েছিল। সেই নিয়ে অনেক আলোচনা, বিতর্ক হয়। তবে খড়দহের বালক সংঘ বলতে পারে তারা সবচেয়ে বড় সরস্বতী তৈরি করেছে। কারণ এই পুজো কমিটির তৈরি সরস্বতী প্রতিমার দৈর্ঘ্য ৮০ ফুট!
বালক সংঘের ৩৩ তম বর্ষের সরস্বতী পুজোর বিশেষ আকর্ষণ হিসেবে এই ৮০ ফুটের সরস্বতী মূর্তি ! যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বহু মানুষ। ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে এই সরস্বতী পুজো।
অর্ধ শয়ন অবস্থায় দেবী সরস্বতীয় মূর্তির দৈর্ঘ্য ৮০ ফুট, পাশে আছে বাহন হাঁস। প্রতিবছরই কিছু না কিছু নতুনত্ব করার চেষ্টা থাকে খড়দহের মাধব আশ্রম বালক সংঘের। সরস্বতী পূজার দিন থেকেই ভিড় লেগে রয়েছে প্রতিমা দর্শনের জন্য। নানান প্রান্ত থেকে মানুষ আসছেন এই ৮০ ফুটের সরস্বতী দর্শন করতে। প্রতিমা তৈরি করছেন নদিয়ার পলাশির শিল্পী অসীম পাল। সন্ধে নামলেই গোটা এলাকায় জ্বলে উঠছে আলো। পুজো উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকা।
advertisement
advertisement
জানা গিয়েছে, এর আগেও এই ক্লাব কখনও ৫০ ফুট উচ্চতার, কখনও আবার ৩৫ ফুট উচ্চতার সরস্বতী মূর্তি তৈরি করেছে। বালক সংঘের সভাপতি অমল সরকার বলেন, "আমরা প্রতিমা আকর্ষণীয় করার দিকে নজর দিয়ে থাকি। এই বছর মানুষের ব্যাপক সাড়া মেলায় আমরা খুশি। প্রতি বছর নতুন কিছু করার চিন্তা ভাবনা থাকে আমাদের।" এই বিশাল সরস্বতী মূর্তি মণ্ডপেই বিসর্জন করা হবে বলে জানানো হয়েছে বালক সংঘ ক্লাবের পক্ষ থেকে। গোলাপি রঙের ৮০ ফুটের সরস্বতী প্রতিমা এখন বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে খড়দহের।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Saraswati Puja: সবচেয়ে বড় সরস্বতী! ৮০ ফুটের প্রতিমা দেখতে উপচে পড়ছে ভিড়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement