অরিন্দম বাবুর বাড়িতে এসে এদিন দেখা গেল তার নিজের হাতে তৈরি করা একাধিক স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন। কোনটি পোড়ামাটি, কোনটি প্লাস্টার অফ প্যারিস, কোনটি টেরাকোটারতৈরি করাই মূর্তিগুলি একের পর এক সাজানো রয়েছে বাড়ির মধ্যেই তৈরি করা নিজস্ব গ্যালারিতে।
আরও পড়ুন: অশোকনগরের মিষ্টি মহল তৈরি করল ব্যালট মিষ্টি! ব্যালট খেয়ে দেখতে পারেন আপনিও
advertisement
বিভিন্ন দেবদেবীর মূর্তি থেকে শুরু করে ঋষি মনীষীদের মূর্তি অবিকল তৈরি করেছেন সুনিপুণভাবে নিজের দক্ষতায়। নিজের কর্মজীবনের ব্যস্ততার পাশাপাশি তিনি মূলত তার শখের বসেই তৈরি করে থাকেন এই মূর্তিগুলি। সমস্ত মুর্তি গুলি তৈরি করেছেন তিনি প্লাস্টার অফ প্যারিস, পোড়ামাটি, ছাড়াও বিভিন্ন ধরনের বস্তু দিয়ে। তিনি শুধু নিজেই মূর্তি তৈরি করেন না তার এই কলাকৌশল তিনি বিনা পারিশ্রমিকে শেখান একাধিক ছাত্র-ছাত্রীদের ।
আরও পড়ুন: TMC-তে যোগদান করলেই মিলবে লক্ষ টাকা, উঠল গুরুতর অভিযোগ, যা করলেন BJP প্রার্থীরা
তার বানানো স্থাপত্য ভাস্কর্য ইতিমধ্যেই শোভা পেয়েছে দিঘার বিশ্ববাংলা গেটে, শিয়ালদহ রেল স্টেশনে, এছাড়াও কলকাতার একাধিক মেট্রো স্টেশন গুলিতে। শুধু তাই নয় কলকাতা দুর্গাপুজোর বেশ কিছু প্যান্ডেলের শিল্পকলাও তার হাতেই তৈরি। বিনা পারিশ্রমিকে তিনি ছাত্র-ছাত্রীদের তার কলা কৌশল শিখিয়ে আগামী দিনে তাদেরকেও সফল একজন শিল্পী হিসেবে দেখতে চান অরিন্দম বাবু।
মৈনাক দেবনাথ