TRENDING:

Nadia News: নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে শিয়ালদহ সর্বত্র তাঁর ছোঁয়া! অরিন্দম বাবুর গল্প জানলে অবাক হবেন

Last Updated:

তার বানানো স্থাপত্য ভাস্কর্য ইতিমধ্যেই শোভা পেয়েছে দিঘার বিশ্ববাংলা গেটে, শিয়ালদহ রেল স্টেশনে, এছাড়াও কলকাতার একাধিক মেট্রো স্টেশনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণনগর: নদিয়ার কৃষ্ণনগরে বাসিন্দা পেশায় রেলকর্মী অরিন্দম দেবের ছোটবেলা থেকেই আগ্রহ স্থাপত্য ভাস্কর্য শিল্পের প্রতি। আর সেই শখের বসেই তিনি শিখতে শুরু করেন একের পর এক ভাস্কর্যের তৈরি করার কলাকৌশল। নিজের চাকুরী জীবনের পাশাপাশি নিজের শিল্পকলায় তিনি খ্যাতি অর্জন করেছেন গোটা দেশের মধ্যে।
advertisement

অরিন্দম বাবুর বাড়িতে এসে এদিন দেখা গেল তার নিজের হাতে তৈরি করা একাধিক স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন। কোনটি পোড়ামাটি, কোনটি প্লাস্টার অফ প্যারিস, কোনটি টেরাকোটারতৈরি করাই মূর্তিগুলি একের পর এক সাজানো রয়েছে বাড়ির মধ্যেই তৈরি করা নিজস্ব গ্যালারিতে।

আরও পড়ুন: অশোকনগরের মিষ্টি মহল তৈরি করল ব্যালট মিষ্টি! ব্যালট খেয়ে দেখতে পারেন আপনিও

advertisement

বিভিন্ন দেবদেবীর মূর্তি থেকে শুরু করে ঋষি মনীষীদের মূর্তি অবিকল তৈরি করেছেন সুনিপুণভাবে নিজের দক্ষতায়। নিজের কর্মজীবনের ব্যস্ততার পাশাপাশি তিনি মূলত তার শখের বসেই তৈরি করে থাকেন এই মূর্তিগুলি। সমস্ত মুর্তি গুলি তৈরি করেছেন তিনি প্লাস্টার অফ প্যারিস, পোড়ামাটি, ছাড়াও বিভিন্ন ধরনের বস্তু দিয়ে। তিনি শুধু নিজেই মূর্তি তৈরি করেন না তার এই কলাকৌশল তিনি বিনা পারিশ্রমিকে শেখান একাধিক ছাত্র-ছাত্রীদের ।

advertisement

View More

আরও পড়ুন: TMC-তে যোগদান করলেই মিলবে লক্ষ টাকা, উঠল গুরুতর অভিযোগ, যা করলেন BJP প্রার্থীরা

তার বানানো স্থাপত্য ভাস্কর্য ইতিমধ্যেই শোভা পেয়েছে দিঘার বিশ্ববাংলা গেটে, শিয়ালদহ রেল স্টেশনে, এছাড়াও কলকাতার একাধিক মেট্রো স্টেশন গুলিতে। শুধু তাই নয় কলকাতা দুর্গাপুজোর বেশ কিছু প্যান্ডেলের শিল্পকলাও তার হাতেই তৈরি। বিনা পারিশ্রমিকে তিনি ছাত্র-ছাত্রীদের তার কলা কৌশল শিখিয়ে আগামী দিনে তাদেরকেও সফল একজন শিল্পী হিসেবে দেখতে চান অরিন্দম বাবু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে শিয়ালদহ সর্বত্র তাঁর ছোঁয়া! অরিন্দম বাবুর গল্প জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল