পরের দিন বাবা লিলু পালকে রাস্তায় ধরে এলাকারই বেশকিছু যুবক কোনও কথা না বলেই বেধড়ক মারধর শুরু করে। এই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন লিলু পাল। থানায় অভিযোগ করাতে ছেলে কৃষ্ণ পালকেও বেধড়ক মারধর করে ওই যুবকেরা বলে জানায় ওই যুবক। এই ঘটনায় আবারও শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করে আক্রান্ত কৃষ্ণ পাল।
advertisement
আরও পড়ুন : আম্বানি পরিবারে বিয়ের সানাই! জেনে নিন আম্বানি পরিবারের বংশতালিকা, কে এই হবু বধূ?
অভিযোগ গভীর রাতে লিলু পালের গোটা পরিবার ঘুমন্ত অবস্থায় থাকায় তাদের বাড়িতে চড়াও হয় প্রতিবেশী একদল দুষ্কৃতি। এরপর তাঁত ঘরে ভাঙচুর চালানো শুরু করে, এছাড়াও আগুন লাগিয়ে দেয় তাঁত ঘরে। পুড়ে ছারখার হয়ে যায় বেশ কয়েকটি তাঁত, পরিবার টের পেতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর দেয় শান্তিপুর থানায়। স্বাভাবিকভাবেই এই ঘটনা যেটা রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এবং তারপর থেকে আতঙ্কে রয়েছেন গোটা পরিবার বলে জানা যায়।
আরও পড়ুন : শাহরুখ থেকে দীপিকা, বারবার শিরোনামে এসেছেন যাঁরা, এক ঝলকে দেখে নিন তালিকা
এরপর সকালে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনা খতিয়ে দেখার চেষ্টা করে। যদিও পরিবারের দাবি প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাঁদের। পরিবারের এও দাবি এখন পুলিশ যদি দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেয় তাহলে প্রাণ সংশয়ে ভুগছেন তাঁরা। এখন দেখার একই পরিবারের সঙ্গে বারবার ঘটে যাওয়া ঘটনা নিয়ে পুলিশ কি করা পদক্ষেপ গ্রহণ করে।
Mainak Debnath