আম্বানি পরিবারে বিয়ের সানাই! জেনে নিন আম্বানি পরিবারের বংশতালিকা, কে এই হবু বধূ?
- Published by:Aryama Das
Last Updated:
Anant Ambani Radhika Merchant Engagement : মুকেশ আম্বানির পরিবারে এল ফের উৎসবের আবহ। এবার সুখবর ছোট ছেলে অনন্ত আম্বানির। রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদান সারলেন অনন্ত আম্বানি।
#মুম্বই: মুকেশ আম্বানি ভারতের একজন বিখ্যাত শিল্পপতি এবং ব্যবসায়ী এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। বাবা ধীরুভাই আম্বানি এবং মা কোকিলাবেন। এছাড়াও মুকেশ আম্বানির পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী নীতা আম্বানি এবং তিন সন্তান, আকাশ আম্বানি এবং ইশা আম্বানি যমজ এবং কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি।
advertisement
আকাশ আম্বানি কে? আকাশ আম্বানি বিলিয়নিয়ার ব্যবসায়ী মুকেশ আম্বানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং নীতা আম্বানির বড় ছেলে। আকাশ বর্তমানে JIOর নেতৃত্ব দিচ্ছেন, যা ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি। তিনি জিও টেলিকমের চেয়ারম্যান। আকাশ আম্বানি অর্থনীতিতে ডিগ্রি নিয়ে ব্রাউন ইউনিভার্সিটিতে তাঁর পড়াশোনা করেছেন। ভারতে JIO পরিষেবা চালু করার কৃতিত্ব তাঁর। আকাশ আম্বানি শ্লোকা মেহতাকে বিয়ে করেছেন। ব্যবসায়ী রাসেল অনিলভাই মেহতার মেয়ে, যিনি রোজি ব্লু-এর মালিক। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম হিরের গহনা কোম্পানি। তাঁদের এক পুত্রসন্তান হয়, নাম পৃথিবী আম্বানি।
advertisement
ঈশা আম্বানি কে? মুকেশ আম্বানি ও নীতা আম্বানির একমাত্র মেয়ে ইশা আম্বানি। ইশা ইয়েল ইউনিভার্সিটি এবং স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেস থেকে তাঁর পড়াশোনা করেছেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পারিবারিক ব্যবসায় যোগদানের আগে তিনি ম্যাককিন্সির সঙ্গে পরামর্শক হিসাবে কাজ করেছিলেন। ইশা আম্বানি পিরামল গ্রুপের মালিক অজয় এবং স্বাতি পিরামলের ছেলে আনন্দ পিরামলের সঙ্গে বিয়ে করেছেন। আনন্দ পিরামল গ্রুপের নির্বাহী পরিচালকও।
advertisement
অনন্ত আম্বানি কে? মুকেশ ও নীতা আম্বানির তিন সন্তানের মধ্যে অনন্ত আম্বানি সবার ছোট। তিনি রিলায়েন্স এনার্জির নেতৃত্বে রয়েছেন। মুকেশ আম্বানি তাঁর জন্য দুবাইয়ের পাম জুমেইরাতে ৮০ মিলিয়ন ডলারের একটি বাড়ি কিনেছিলেন। অনন্ত আম্বানি রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটিতে তার পড়াশোনা করেছেন। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একজন জনপ্রিয় মুখ। আজ, রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদান সারলেন অনন্ত আম্বানি। অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের সঙ্গে সম্পর্কে বাঁধা পড়লেন। তবে তাঁদের বিয়ের তারিখ নিয়ে এখনও কোনও খবর পাওয়া যায়নি।
advertisement
বছর চব্বিশের রাধিকা মার্চেন্টের সঙ্গে সেই ছোটবেলা থেকেই বন্ধুত্ব অনন্তের। এর আগে রাধিকাকে আম্বানি পরিবারের একাধিক অনুষ্ঠানে অনন্তের সঙ্গে দেখা গিয়েছে। সম্প্রতি, আকাশ এবং শ্লোকা আম্বানির ছেলে পৃথ্বী আকাশ আম্বানির প্রথম জন্মদিনের অনুষ্ঠানেও গিয়েছিলেন তিনি। এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্ট এবং শাইলা মার্চেন্টের মেয়ে রাধিকা। তাঁর একটি ছোট বোনও রয়েছে। নাম অঞ্জলি। মুম্বইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন কোনোন স্কুল এবং ইকোল মনডিয়েল ওয়ার্ল্ড স্কুলে পড়াশোনা শেষ করে রাজনীতি ও অর্থনীতির বিষয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে। সেখানে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে ভারতে ফিরে একটি রিয়্যাল এস্টেট ফার্মে কাজ করতে শুরু করেছেন রাধিকা। পড়াশোনায় তুখোর হওয়ার পাশাপাশি, ধ্রুপদী নৃত্যেও বিশেষ ব্যুৎপত্তি রয়েছে আম্বানি পরিবারের এই হবু ছোট বউয়ের। শ্বাশুড়়ি নীতা আম্বানির মতোই ভারতনাট্যম ঘরানার কুশলী শিল্পী। মাত্র ৮ বছর বয়স থেকেই শ্রী নিভা আর্টসে গুরু ভাবনা ঠাকরের কাছে ভারতনাট্যম শিখেছেন। সম্প্রতি, মঞ্চেও একক নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাঁকে।