Year Ender 2022 : শাহরুখ থেকে দীপিকা, বারবার শিরোনামে এসেছেন যাঁরা, এক ঝলকে দেখে নিন তালিকা

Last Updated:
Year Ender 2022 : রণবীর সিং-এর সাহসী ফটোশুট দিয়ে ইন্টারনেটে ঝড় তোলা থেকে শুরু করে দীপিকার ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন, শাহরুখ খানের পাঠান থেকে আলিয়া ভাট-রণবীর কাপুরের বিয়ে এবং তাঁদের সন্তান, সেলিব্রিটিরা নানা কারণে খবরে ছিলেন
1/11
#মুম্বই: ২০২২ সালে অনেক কিছু ঘটে গিয়েছে। এই বছর বেশ কিছু সেলিব্রিটি এসেছেন শিরোনামে। রণবীর সিং তাঁর সাহসী ফটোশুট দিয়ে ইন্টারনেটে ঝড় তোলা থেকে শুরু করে দীপিকার ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন, শাহরুখ খানের পাঠান থেকে আলিয়া ভাট-রণবীর কাপুরের বিয়ে এবং তাঁদের সন্তান, সেলিব্রিটিরা নানা কারণে খবরে ছিলেন। আমরা ২০২৩-এর একেবারেই কাছাকাছি চলে এসেছি, একবার পিছন ফিরে দেখে নেওয়া যাক সেরা ১০ আলোচ্য খবর...
#মুম্বই: ২০২২ সালে অনেক কিছু ঘটে গিয়েছে। এই বছর বেশ কিছু সেলিব্রিটি এসেছেন শিরোনামে। রণবীর সিং তাঁর সাহসী ফটোশুট দিয়ে ইন্টারনেটে ঝড় তোলা থেকে শুরু করে দীপিকার ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন, শাহরুখ খানের পাঠান থেকে আলিয়া ভাট-রণবীর কাপুরের বিয়ে এবং তাঁদের সন্তান, সেলিব্রিটিরা নানা কারণে খবরে ছিলেন। আমরা ২০২৩-এর একেবারেই কাছাকাছি চলে এসেছি, একবার পিছন ফিরে দেখে নেওয়া যাক সেরা ১০ আলোচ্য খবর...
advertisement
2/11
বলিউডে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে যাকে নিয়ে, তিনি হলেন রণবীর সিং। একটি ম্যাগাজিনের কভার শ্যুটের জন্য তাঁর সাহসী ফটোশুট দিয়ে ইন্টারনেটে তুমুল বিতর্কের সৃষ্টি করেন। অভিনেতা পোশাক ছাড়াই ক্যামেরার জন্য পোজ দিয়েছেন। তবে দু-ভাগে ভাগ হয়ে গিয়েছিল ইন্টারনেট, একদল অভিনেতার সমর্থন করেন এবং একদল অভিনেতার বিপক্ষে আওয়াজ তোলেন।
বলিউডে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে যাকে নিয়ে, তিনি হলেন রণবীর সিং। একটি ম্যাগাজিনের কভার শ্যুটের জন্য তাঁর সাহসী ফটোশুট দিয়ে ইন্টারনেটে তুমুল বিতর্কের সৃষ্টি করেন। অভিনেতা পোশাক ছাড়াই ক্যামেরার জন্য পোজ দিয়েছেন। তবে দু-ভাগে ভাগ হয়ে গিয়েছিল ইন্টারনেট, একদল অভিনেতার সমর্থন করেন এবং একদল অভিনেতার বিপক্ষে আওয়াজ তোলেন।
advertisement
3/11
ইতিহাস গড়লেন দীপিকা পাডুকোন। প্রথম ভারতীয় হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন করলেন অভিনেত্রী। সুপারস্টার এবং ভারতের সবচেয়ে বড় আন্তর্জাতিক গ্লোবাল অ্যাম্বাসাডর বিশ্বকাপের ট্রফিটিকে একটি বিশেষ ট্রাকে করে নিয়ে যান লুসাইল স্টেডিয়ামে এবং এটি উন্মোচন করেন।
ইতিহাস গড়লেন দীপিকা পাডুকোন। প্রথম ভারতীয় হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন করলেন অভিনেত্রী। সুপারস্টার এবং ভারতের সবচেয়ে বড় আন্তর্জাতিক গ্লোবাল অ্যাম্বাসাডর বিশ্বকাপের ট্রফিটিকে একটি বিশেষ ট্রাকে করে নিয়ে যান লুসাইল স্টেডিয়ামে এবং এটি উন্মোচন করেন।
advertisement
4/11
শাহরুখ খান জানেন কীভাবে ইন্টারনেটে টিকে থাকতে হয়। পাঠান টিজার আসার পরেও, শাহরুখ খান নিজের অ্যাবসের ছবি শেয়ার করেছিলেন। শার্টবিহীন ছবিগুলো ইন্টারনেটে ঝড় তুলেছে। কিং খান ভক্তদের উদ্দেশে বলেছিলেন, "শাহরুখ খানকে আটকে রাখলেও পাঠানকে আটকে রাখবেন কী করে... অ্যাপস আর আবস বানিয়ে নেব।" ছবিটি ২৫শে জানুয়ারী, ২০২৩-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
শাহরুখ খান জানেন কীভাবে ইন্টারনেটে টিকে থাকতে হয়। পাঠান টিজার আসার পরেও, শাহরুখ খান নিজের অ্যাবসের ছবি শেয়ার করেছিলেন। শার্টবিহীন ছবিগুলো ইন্টারনেটে ঝড় তুলেছে। কিং খান ভক্তদের উদ্দেশে বলেছিলেন, "শাহরুখ খানকে আটকে রাখলেও পাঠানকে আটকে রাখবেন কী করে... অ্যাপস আর আবস বানিয়ে নেব।" ছবিটি ২৫শে জানুয়ারী, ২০২৩-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
advertisement
5/11
আমির খানকে শেষ দেখা গিয়েছিল কারিনা কাপুর খানের সঙ্গে লাল সিং চাড্ডা ছবিতে। ছবিটি মুক্তির পর আমির অভিনয় থেকে বিরতির ঘোষণা দেন। ছবিটি নিয়ে পরবর্তীতে অনেকটা বিতর্ক হয়।
আমির খানকে শেষ দেখা গিয়েছিল কারিনা কাপুর খানের সঙ্গে লাল সিং চাড্ডা ছবিতে। ছবিটি মুক্তির পর আমির অভিনয় থেকে বিরতির ঘোষণা দেন। ছবিটি নিয়ে পরবর্তীতে অনেকটা বিতর্ক হয়।
advertisement
6/11
অক্ষয় কুমার হেরা ফেরি ৩-এর অংশ হবেন না বলে জানালে ভক্তদের হৃদয় ভেঙে যায়। অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, "আমি খুব বিরক্ত যে আমি এটির অংশ নই তবে জিনিসগুলি যেভাবে তৈরি হয়েছে, সৃজনশীল দিকগুলি নিয়ে আমি খুশি নই। তাই আমি সরে এসেছি।"
অক্ষয় কুমার হেরা ফেরি ৩-এর অংশ হবেন না বলে জানালে ভক্তদের হৃদয় ভেঙে যায়। অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, "আমি খুব বিরক্ত যে আমি এটির অংশ নই তবে জিনিসগুলি যেভাবে তৈরি হয়েছে, সৃজনশীল দিকগুলি নিয়ে আমি খুশি নই। তাই আমি সরে এসেছি।"
advertisement
7/11
অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান, কন্যা ভামিকাকে স্বাগত জানিয়েছিলেন৷ দম্পতি এখনও তাদের মেয়ের মুখ প্রকাশ করেনি৷ এই বছর অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় ভামিকার ছবি শেয়ার করার জন্য একটি প্রকাশনার নিন্দা করেছিলেন।
অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান, কন্যা ভামিকাকে স্বাগত জানিয়েছিলেন৷ দম্পতি এখনও তাদের মেয়ের মুখ প্রকাশ করেনি৷ এই বছর অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় ভামিকার ছবি শেয়ার করার জন্য একটি প্রকাশনার নিন্দা করেছিলেন।
advertisement
8/11
চলতি বছরের এপ্রিলে গাঁটছড়া বাঁধেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। নভেম্বরে তারা তাঁদের প্রথম সন্তান কন্যা রাহাকে স্বাগত জানায়।
চলতি বছরের এপ্রিলে গাঁটছড়া বাঁধেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। নভেম্বরে তারা তাঁদের প্রথম সন্তান কন্যা রাহাকে স্বাগত জানায়।
advertisement
9/11
সোনম কাপুর এবং আনন্দ আহুজা এই বছরের অগস্টে তাঁদের প্রথম সন্তান পুত্র বায়ুকে স্বাগত জানিয়েছেন। বায়ুর প্রথম ছবি শেয়ার করেছেন তার মাসি রিয়া কাপুর।
সোনম কাপুর এবং আনন্দ আহুজা এই বছরের অগস্টে তাঁদের প্রথম সন্তান পুত্র বায়ুকে স্বাগত জানিয়েছেন। বায়ুর প্রথম ছবি শেয়ার করেছেন তার মাসি রিয়া কাপুর।
advertisement
10/11
কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর নাম যুক্ত হওয়ার পর থেকেই জ্যাকলিন ফার্নান্দেজ শিরোনামে রয়েছেন। অভিনেত্রীকে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) একাধিকবার তলব করেছিল। গত মাসে জ্যাকলিনকে ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় দিল্লি হাইকোর্ট জামিন দেয়।
কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর নাম যুক্ত হওয়ার পর থেকেই জ্যাকলিন ফার্নান্দেজ শিরোনামে রয়েছেন। অভিনেত্রীকে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) একাধিকবার তলব করেছিল। গত মাসে জ্যাকলিনকে ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় দিল্লি হাইকোর্ট জামিন দেয়।
advertisement
11/11
গত বছর মাদক মামলায় গ্রেফতার হন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। প্রায় ২০ দিন জেলে ছিলেন তিনি। এই বছরের জুনে, আরিয়ানকে মাদকের মামলায় এনসিবি (নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো) ক্লিন চিট দেয়।
গত বছর মাদক মামলায় গ্রেফতার হন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। প্রায় ২০ দিন জেলে ছিলেন তিনি। এই বছরের জুনে, আরিয়ানকে মাদকের মামলায় এনসিবি (নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো) ক্লিন চিট দেয়।
advertisement
advertisement
advertisement