Year Ender 2022 : শাহরুখ থেকে দীপিকা, বারবার শিরোনামে এসেছেন যাঁরা, এক ঝলকে দেখে নিন তালিকা
- Published by:Aryama Das
Last Updated:
Year Ender 2022 : রণবীর সিং-এর সাহসী ফটোশুট দিয়ে ইন্টারনেটে ঝড় তোলা থেকে শুরু করে দীপিকার ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন, শাহরুখ খানের পাঠান থেকে আলিয়া ভাট-রণবীর কাপুরের বিয়ে এবং তাঁদের সন্তান, সেলিব্রিটিরা নানা কারণে খবরে ছিলেন
#মুম্বই: ২০২২ সালে অনেক কিছু ঘটে গিয়েছে। এই বছর বেশ কিছু সেলিব্রিটি এসেছেন শিরোনামে। রণবীর সিং তাঁর সাহসী ফটোশুট দিয়ে ইন্টারনেটে ঝড় তোলা থেকে শুরু করে দীপিকার ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন, শাহরুখ খানের পাঠান থেকে আলিয়া ভাট-রণবীর কাপুরের বিয়ে এবং তাঁদের সন্তান, সেলিব্রিটিরা নানা কারণে খবরে ছিলেন। আমরা ২০২৩-এর একেবারেই কাছাকাছি চলে এসেছি, একবার পিছন ফিরে দেখে নেওয়া যাক সেরা ১০ আলোচ্য খবর...
advertisement
বলিউডে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে যাকে নিয়ে, তিনি হলেন রণবীর সিং। একটি ম্যাগাজিনের কভার শ্যুটের জন্য তাঁর সাহসী ফটোশুট দিয়ে ইন্টারনেটে তুমুল বিতর্কের সৃষ্টি করেন। অভিনেতা পোশাক ছাড়াই ক্যামেরার জন্য পোজ দিয়েছেন। তবে দু-ভাগে ভাগ হয়ে গিয়েছিল ইন্টারনেট, একদল অভিনেতার সমর্থন করেন এবং একদল অভিনেতার বিপক্ষে আওয়াজ তোলেন।
advertisement
advertisement
শাহরুখ খান জানেন কীভাবে ইন্টারনেটে টিকে থাকতে হয়। পাঠান টিজার আসার পরেও, শাহরুখ খান নিজের অ্যাবসের ছবি শেয়ার করেছিলেন। শার্টবিহীন ছবিগুলো ইন্টারনেটে ঝড় তুলেছে। কিং খান ভক্তদের উদ্দেশে বলেছিলেন, "শাহরুখ খানকে আটকে রাখলেও পাঠানকে আটকে রাখবেন কী করে... অ্যাপস আর আবস বানিয়ে নেব।" ছবিটি ২৫শে জানুয়ারী, ২০২৩-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement