শান্তিপুর পৌরসভা বাসন্তী তলা এলাকার বাসিন্দা কুন্তল রায়। বর্তমানে তিনি সেনাবাহিনীতে কর্মরত। তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তার ছয় মাসের পুত্র কিশান্ত রায়ের ভ্যাকসিন নেয়ার জন্য যান একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে। অভিযোগ, সেখানে কর্মরত চিকিৎসক ডাক্তার সুমন সরকার তাকে গত ২৫ তারিখের দুটি ভ্যাকসিন দেয়। পরে সেই ভ্যাকসিন কার্ডে তিনি দেখতে পান যে দুটি ভ্যাকসিন দেওয়া হয়েছে তার মধ্যে একটি ভ্যাকসিন মেয়াদ ১০ মাস আগেই উত্তীর্ণ হয়ে গেছে।
advertisement
আরও পড়ুন: Petrol Diesel Prices : আজ কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম কত হল, বাড়ল না কমল ?
আরও পড়ুন: এখন কি সোনা কিনবেন না আরও একটু অপেক্ষা করে যাবেন ? দেখে নিন আজকে ১০ গ্রামের দাম
তখন তারা প্রতিবাদ করলে ওই কর্তৃপক্ষ তখন ফ্রিজে থাকা সমস্ত মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন সরিয়ে ফেলে বলে অভিযোগ। এরপর ওই পরিবার শিশুটিকে নিয়ে আতঙ্কে ও উদ্বেগের মধ্যে রয়েছেন। কত শিশুকে এই ধরনের ভ্যাকসিন দেওয়া হয়েছে তার কোনও তথ্য দেননি কর্তৃপক্ষ। তবে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবার। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
Mainak Debnath