প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি টোটো বেশ কয়েকজন যাত্রী নিয়ে কল্যাণীর কুম্ভ মেলায় যাচ্ছিল। সেই সময় রাস্তার উল্টো দিক থেকে হঠাৎই এসে পড়ে একটি মালবাহী মোটর ভ্যান। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে টোটোটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়।
আরও পড়ুন: অবশেষে দুঃখের দিন ঘুচল, বসবাসের ৪০ বছর পর পাট্টা পেলেন গ্রামবাসীরা
advertisement
ঘটনায় মৃত্যু হয় টোটো গাড়িতে থাকা বৃদ্ধার। এছাড়াও গুরুতর আহত হয় টোটো গাড়িতে থাকা আরও তিন যাত্রী। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এরপরই ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। গুরুতর জখম তিন ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর আবারও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রসঙ্গত দিনের পর দিন বেড়েই চলেছে জাতীয় সড়কের ওপর টোটোর দৌরাত্ম। একাধিকবার নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও টোটো চালকেরা জাতীয় সড়কের উপরে গাড়ি চালাচ্ছেন, এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তার জেরেই দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন অনেকে।
মৈনাক দেবনাথ