TRENDING:

Nadia News: ভুল নম্বরে ফোন করায় মারধর! অপমানে আত্মঘাতী যুবক, চূড়ান্ত অসামাজিকতা নবদ্বীপে

Last Updated:

রং নম্বরে ফোন আমাদের হামেশাই চলে যায় বুঝতে পারার সাথে সাথে আমরা 'দুঃখিত' বলে রেখে দিই। তবে এই রং নাম্বারে ফোন যাওয়াকে কেন্দ্র করেই মৃত্যু পর্যন্ত ঘটে গেল নবদ্বীপ চর স্বরূপগঞ্জ এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নবদ্বীপ : রং নম্বরে ফোন আমাদের হামেশাই চলে যায় বুঝতে পারার সাথে সাথে আমরা 'দুঃখিত' বলে রেখে দিই। তবে এই রং নম্বরে ফোন যাওয়াকে কেন্দ্র করেই মৃত্যু পর্যন্ত ঘটে গেল নবদ্বীপ চর স্বরূপগঞ্জ এলাকায়। রং নাম্বারে ফোন যাওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা নবদ্বীপের চর স্বরুপগঞ্জ এলাকায়, মৃত্যু এক। জানা যায় গতকাল সন্ধ্যের সময় চর স্বরূপগঞ্জের সুকান্ত পল্লী এলাকার অমিত দেবনাথ নামে এক যুবকের ফোন ভুলবশত একটি নম্বরে চলে যায়। তারপরে শুরু হয় উত্তেজনা।
advertisement

ঐ এলাকার স্থানীয় নেতা সঞ্জীব সমাদ্দার ওরফে কালু, অমিত দেবনাথ নামে ব্যক্তিকে ফোন করে ডেকে নিয়ে যায়। এবং তারপর বেধড়ক মারা হয় ঐ ছেলেটিকে। ফের আজ সকালে আবারও তাকে ডাক দিয়ে স্থানীয় পার্টি অফিসের সামনে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। সেই অপমানে অমিত দেবনাথ নামে ছেলেটি আজ দুপুরের নিজের ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ করে পরিবার।

advertisement

আরও পড়ুনঃ লরি বোঝাই নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল নদিয়ার পুলিশ

তারপর তার দেহটি বাড়ির লোক নামিয়ে মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। পরে এলাকার বাসিন্দারা পুলিশকে জানালে পুলিশের ঘটনাস্থলে যেতে আড়াই ঘন্টা দেরি হয় বলে অভিযোগ। অন্যদিকে অভিযুক্ত সঞ্জীব সমাদ্দারের বাড়িতে ক্ষিপ্ত জনতা ভাঙচুর করে।

advertisement

View More

আরও পড়ুনঃ কল্যানীতে মশলার কারখানায় ভয়াবহ আগুন

এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই সঞ্জীব সমাদ্দার তার দলবল নিয়ে এই এলাকায় দুষ্কৃতীরাজ চালায় । ভয়ে এলাকাবাসীরা কাউকে কিছু বলতে পারে না। মাথায় বিভিন্ন নেতাদের হাত থাকায় মুখ খুলতে ভয় পায় স্থানীয় বাসিন্দারা। ওই সঞ্জীব সমাদ্দারের ভয়ে ঐ এলাকার বাসিন্দারা বাড়িতে একা মহিলা রাখতে ভয় পায় বলেও জানায় তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: ভুল নম্বরে ফোন করায় মারধর! অপমানে আত্মঘাতী যুবক, চূড়ান্ত অসামাজিকতা নবদ্বীপে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল