ঐ এলাকার স্থানীয় নেতা সঞ্জীব সমাদ্দার ওরফে কালু, অমিত দেবনাথ নামে ব্যক্তিকে ফোন করে ডেকে নিয়ে যায়। এবং তারপর বেধড়ক মারা হয় ঐ ছেলেটিকে। ফের আজ সকালে আবারও তাকে ডাক দিয়ে স্থানীয় পার্টি অফিসের সামনে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। সেই অপমানে অমিত দেবনাথ নামে ছেলেটি আজ দুপুরের নিজের ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ করে পরিবার।
advertisement
আরও পড়ুনঃ লরি বোঝাই নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল নদিয়ার পুলিশ
তারপর তার দেহটি বাড়ির লোক নামিয়ে মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। পরে এলাকার বাসিন্দারা পুলিশকে জানালে পুলিশের ঘটনাস্থলে যেতে আড়াই ঘন্টা দেরি হয় বলে অভিযোগ। অন্যদিকে অভিযুক্ত সঞ্জীব সমাদ্দারের বাড়িতে ক্ষিপ্ত জনতা ভাঙচুর করে।
আরও পড়ুনঃ কল্যানীতে মশলার কারখানায় ভয়াবহ আগুন
এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই সঞ্জীব সমাদ্দার তার দলবল নিয়ে এই এলাকায় দুষ্কৃতীরাজ চালায় । ভয়ে এলাকাবাসীরা কাউকে কিছু বলতে পারে না। মাথায় বিভিন্ন নেতাদের হাত থাকায় মুখ খুলতে ভয় পায় স্থানীয় বাসিন্দারা। ওই সঞ্জীব সমাদ্দারের ভয়ে ঐ এলাকার বাসিন্দারা বাড়িতে একা মহিলা রাখতে ভয় পায় বলেও জানায় তারা।
Mainak Debnath