Nadia News: কল্যানীতে মশলার কারখানায় ভয়াবহ আগুন
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পুজোর আগেই এক দুঃসংবাদ পেল জেলাবাসী। নদিয়ার কল্যানীর একটি মশলার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুনের ফলে ভষ্মীভূত গোটা ফ্যাক্টরি।
#নদিয়া : শনিবার বিশ্বকর্মা পুজো বিভিন্ন কলকারখানা, গাড়ি ঘোড়া, যন্ত্রপাতি এছাড়াও বিভিন্ন দোকানে পুজো করা হবে বিশ্বকর্মা ঠাকুরের। ইতিমধ্যেই জেলার সমস্ত কলকারখানা ও দোকানগুলিতে বিশ্বকর্মা পূজার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, তবে পুজোর আগেই এক দুঃসংবাদ পেল জেলাবাসী। নদিয়ার কল্যানীর একটি মশলার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুনের ফলে ভষ্মীভূত গোটা ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে আগুন লাগার ফলে পুড়ে ছাই হয়ে গেল ফ্যাক্টরিতে মজুত থাকা মশলার কাঁচামাল থেকে শুরু করে ফ্যাক্টরি যন্ত্রাংশ।
সূত্রের খবর অনুযায়ী ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে। এই কারখানায় কাজ করতেন ৬০০ জন শ্রমিক। বিশ্বকর্মা পূজা উপলক্ষে স্বাভাবিকভাবেই শ্রমিকেরা ছিলেন আনন্দ ও উৎসাহে। তবে আগুন লেগে কারখানা পুড়ে ছাই হয়ে যাওয়ার ফলে কর্মের অনিশ্চয়তায় ভুগছেন সেই সমস্ত শ্রমিকেরা। এই কারখানার ওপরেই নির্ভর করে চলতো ৬০০ জন শ্রমিকের সংসার। কারখানায় আগুন লাগার ফলে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা। আগুন লাগার পরেই খবর দেওয়া হয় দমকলে।
advertisement
আরও পড়ুনঃ কেউ হল স্পিকার, কেউ হল বিরোধী দলনেতা, কি এমন ঘটল নদিয়ায়?
দমকল সূত্রে জানা গিয়েছে দমকলের পাঁচটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। দীর্ঘক্ষণ দমকল কর্মীদের প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কারখানার অধিকাংশই পুড়ে ছাই হয়ে যায়। দমকল কর্মীদের অতি তৎপরতায় আগুন নেভানো হয়। তবে মশলার কারখানায় আগুন লাগার ঘটনায় হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। দমকল আধিকারিক জানায় শর্ট-সার্কিট থেকে হয়তো আগুন লাগেনি। অন্য কোনও কারণে আগুন লেগে থাকতে পারে সেটি তদন্ত করে দেখা হবে। যদিও এই ঘটনায় কারখানার মালিকের থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
advertisement
advertisement
Mainak Debnath
Location :
First Published :
September 16, 2022 8:09 PM IST