বর্তমানে গ্রীষ্মকালে সূর্যের অতিরিক্ত তাপপ্রবাহ থেকে রেহাই পেতে ট্রেন ধরার আগে মানুষ স্টেশনের শেডেই আশ্রয় নেন। সেই শেড দীর্ঘদিন ধরে রয়েছে ভাঙ্গা এবং বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে ভাঙার শেডের অংশ দিয়ে বৃষ্টির জল সরাসরি পড়ছে স্টেশনের প্ল্যাটফর্মে। যার ফলে স্টেশনের ট্রেন ধরতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছে নিত্যযাত্রীরা।
আরও পড়ুনঃ দীর্ঘদিন ধরে পরিশ্রুত পানীয় জল না মেলায় ক্ষোভ এলাকাবাসীদের
advertisement
এ বিষয়ে মাজদিয়ার এক নিত্যযাত্রী জানান, \" মাজদিয়া স্টেশন থেকে বহু মানুষ প্রতিদিন ট্রেন ধরে কলকাতা ও অন্যান্য জায়গায় যান। বিশেষত সকালে অফিস টাইমে অত্যন্ত ভিড় থাকে। সেই সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেলে প্রতিটা স্টেশনের শেডের নিচেই বৃষ্টির থেকে বাঁচতে মানুষকে আশ্রয় নিতে হয়। তবে এই ভাঙা শেডের তলায় আশ্রয় নিতে পারেন না নিত্যযাত্রীরা। সেই কারণে অন্যান্য শেড গুলিতে নিত্য যাত্রীদের অত্যন্ত ভিড় থাকে।
আরও পড়ুনঃ ৩৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করল ভীমপুর থানার পুলিশ
ফলে অসুবিধায় পড়তে হচ্ছে তাদের। রেল কর্তৃপক্ষকে বেশ কয়েকবার জানানো হয়েছে। তারা আশ্বাস দিলেও এখনও পর্যন্ত মেরামত করা হয়নি ওই ভাঙা শেডটি।\" যদিও এই বিষয়ে জানার জন্য রেল কর্তৃপক্ষ সাথে যোগাযোগ করতে চাইলে তা সম্ভব হয়নি। সুতরাং এখন দেখার বর্ষার মধ্যেই ভাঙা শেডটি মেরামত করা হয় কবে।
Mainak Debnath