TRENDING:

Nadia News: পেশায় শিক্ষক, ৫০ দিন ধরে খাওয়াচ্ছেন দুঃস্থ, মানসিক ভারসাম্যহীণদের, ভাইরাল ভিডিও

Last Updated:

বিগত ৫০ দিন ধরে নিজের হাতে রান্না করে দুঃস্থ মানুষদের খাওয়াচ্ছেন কৃষ্ণনগরের স্কুল শিক্ষক, নিজের হাতে রান্না করে দুঃস্থদের পেট ভরাচ্ছেন কৃষ্ণনগরের স্কুল শিক্ষক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া: দুঃস্থ মানুষদের খাওয়াতে পয়সা লাগে না, লাগে একটু উদার মানসিকতা, জীবনের এই ব্রত নিয়ে এগিয়ে চলেছেন কৃষ্ণনগরের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক অমরেশ আচার্য। সম্পূর্ণ নিজের হাতে রান্না করে কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন দুঃস্থ মানসিক ভারসাম্যহীন মানুষদের পুষ্টিকর খাবার তিনি খাইয়ে চলেছেন বিগত ৫০ দিন ধরে। তার এই মহান কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল হতেই খুশি পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়-স্বজনেরাও।
advertisement

অমরেশ বাবু পেশায় স্কুল শিক্ষক। তিনি জানান তার জীবনের একমাত্র লক্ষ্য পয়সার অভাবে কোন দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে। সেই কারণেই তার এই উদ্যোগ। শুধু তাই নয় পেট ভরা খাবার এর পাশাপাশি তিনি নজর রাখেন পুষ্টিকর খাবারের। তিনি বলেন অপুষ্টিকর কিংবা মশলাদায়ক খাবার স্বাদের জন্য ভালো হলেও তা শরীরের পক্ষে অতটা ভালো নয়, তার ওপর সেই সমস্ত খাবারগুলি খরচ সাপেক্ষও বটে। সেই কারণে প্রতিদিন তিনি পুষ্টিকর খাবারের দিকেই নজর রাখেন বেশি। এবং সেই সমস্ত খাবার খাওয়াতে খুব বেশি পয়সা খরচ করতে হয় না বলেও দাবি তার।

advertisement

আরও পড়ুন - একের পর এক বীভৎস শব্দে বিস্ফোরণ, ধারাবাহিক বিস্ফোরণে এলাকা থরহরি কম্প, দেখুন ভিডিও

তিনি জানান স্টেশন সংলগ্ন এলাকাতে প্রায় প্রতিদিন ১৭ থেকে ১৮ জন দুঃস্থ মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে তিনি রাতের বেলা পেট ভরিয়ে পুষ্টিকর খাবার খাইয়ে থাকেন। প্রতি জনাকে খাওয়াতে তার সর্বসাকুল্যে খরচ পড়ে ১০ টাকা থেকে ১৫ টাকার মধ্যে। তার খাবারের মেনুতে থাকে গরম ভাত, ডাল সেদ্ধ কখনও নানারকম শাক-সব্জি, কখনও পনিরের তরকারি, কখনও বা ডিম সেদ্ধ। একজন সাধারণ শিক্ষকের এমন কর্মকান্ডে উদ্ভূত হয়ে তার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এসেছেন অনেক মানুষই।

advertisement

View More

আরও পড়ুন - Covid 19 Vaccine: এবার দেশি ভ্যাকসিনেই হবে কামাল! দেশীয় mRNA ভ্যাকসিনকে ছাড় ডিসিজিআইতে

তিনি জানান সোশ্যাল মিডিয়ায় বেশকিছু তার কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল হতেই সেখান থেকে বহু মানুষ এগিয়ে এসেছেন। দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন অনেক মানুষ। তিনি জানান এভাবেই প্রতিটা মানুষ তার পাশে দাঁড়ালে ভবিষ্যতে কোনও দু:স্থ মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকেই রাতের বেলা অভুক্ত হয়ে ঘুমোতে হবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: পেশায় শিক্ষক, ৫০ দিন ধরে খাওয়াচ্ছেন দুঃস্থ, মানসিক ভারসাম্যহীণদের, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল