#মুম্বই: পালঘর, মহারাষ্ট্রের পালঘর জেলার তারাপুরের মিডাক ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটি কারখানায় ধারাবাহিক বিস্ফোরণের পর ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়। সংবাদমাধ্যমের খবর অনুযায়ি, আগুন লাগার পর থেকে পরপর আটটি বড় বিস্ফোরণ হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছেন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনলে বড় ধরণের আর্থিক ক্ষতি সম্ভবনা প্রবল। বোয়সরের তারাপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের প্রিমিয়ার ইন্টারমিডিয়েট কেমিক্যাল কোম্পানিতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুনের কারণে এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক প্রবল আকার নিয়েছে৷
আরও পড়ুন - Covid 19 Vaccine: এবার দেশি ভ্যাকসিনেই হবে কামাল! দেশীয় mRNA ভ্যাকসিনকে ছাড় ডিসিজিআইতে দেখুন ভাইরাল ভিডিও#WATCH Palghar, Maharashtra | Massive fire breaks out following series of explosions at a factory in Midc industrial area, Tarapur pic.twitter.com/HemTdhDjfs
— ANI (@ANI) June 28, 2022
এর আগেও পালঘর জেলার তারাপুর এমআইডিসিতে আগুনের ঘটনা বেড়েছে। ২ মাস আগেও এখানে একটি কেমিক্যাল প্ল্যান্টে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। সর্বশেষ ঘটনাবলীর মধ্যে মঙ্গলবার রাতে আরেকটি রাসায়নিক কোম্পানিতে আগুন লেগেছে। আগুন অত্যন্ত ভয়াবহ হয়েছিল৷ দমকলবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাজেহাল অবস্থা হয়৷
স্থানীয় পৌর প্রশাসন, পুলিশ ও স্থানীয় নাগরিকদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা চলছে। কোম্পানিতে দাহ্য পদার্থের বড় মজুদ থাকায় আগুন এভাবে বড় হয়েছে উঠেছে। কেমিক্যাল কোম্পানিতে একের পর এক বিস্ফোরণে আগুন লেগে প্রচুর ধোঁয়া বেরোতে শুরু করে। এতে এলাকার মানুষের নিঃশ্বাস নিতেও সমস্যা তৈরি হয়েছে৷ গভীর রাতে এইভাবে দুর্ঘটনা হওয়ায় অন্ধকারের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে দমকলকে বেগ পেতে হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maharashtra, Viral Video