শনিবার রাত আনুমানিক ১১ টা নাগাদ ফোন আসে পরিবেশ কর্মী রাজীব কংস বনিকের কাছে। ফোনটি আসে প্রতাপ নগর বড় প্লটের বাসিন্দা দীপঙ্কর মাঝির কাছ থেকে। সে জানায় রাতে প্রবল বৃষ্টিতে বাড়ি ফেরার সময় একটি কচ্ছপকে রাস্তায় দেখতে পায় সে। তারপর সেটিকে বাড়িতে নিয়ে আসে।
advertisement
আরও পড়ুন: দীর্ঘ ১৮ বছর পর সরকারি হাসপাতালের তত্ত্বাবধানে শ্রমিকের ঘরে এল সন্তান
রাজীব জানায় ওই কচ্ছপটিকে সকালে তিনি উদ্ধার করে নিয়ে যাবেন। এরপর রাতেই খবর দেওয়া হয় বন দফতরকে। কথা মতো রবিবার সকাল আনুমানিক ৮ টা নাগাদ বন দফতরের আধিকারিকেরা এসে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন: কামাখ্যা থেকে ফেরার পথে নিখোঁজ শান্তিপুরের সাধক, অপেক্ষায় পরিবার
রাজীব কংসবনিক জানান “কচ্ছপটি Indian Flapshell turtle (ইন্ডিয়ান ফ্ল্যাপসেল টারটেল) এটি বাড়িতে পোষা, মারা বা আঘাত করা আইনত অপরাধ এবং তার জন্য অভিযুক্ত ব্যক্তির জেল বা জরিমানা হতে পারে।” সর্বশেষে সকাল আনুমানিক ৯ টা নাগাদ বন দফতরের হাতে তুলে দেওয়া হয় কচ্ছপটিকে যাতে এটি সুস্থভাবে পরিবেশে বাঁচতে পারে।
প্রসঙ্গত, কচ্ছপ বাড়িতে পোষা অথবা খাওয়া আইনত অপরাধ। বর্তমানে বর্ষাকালে অনেক সময়ই জলাশয় থেকে বেশ কিছু কচ্ছপ লোকালয়ে উঠে আসতে দেখা যায়। বন দফতরের আধিকারিকেরা জানান লোকালয়ে কচ্ছপ দেখতে পাওয়া গেলে তখন আর তাদেরকে যেন ফোন করা হয় তারা এসে উদ্ধার করে নিয়ে যাবেন। কচ্ছপকে দেবে অনুকূল পরিবেশ।
Mainak Debnath