সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্রাথমিক স্তর থেকেই ছাত্র-ছাত্রীদের সামান্য জ্ঞান কম্পিউটার সম্বন্ধে অর্জন করানো যায় তাহলে তাদের খুব সুবিধা হবে। মূলত সেই কথা মাথায় রেখে কোন রকম সরকারি সাহায্য ছাড়া শিক্ষকদের উদ্যোগেই প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে ওই এলাকার পঞ্চায়েত সদস্য স্বপন নন্দী বলেন, এটা খুব ভালো উদ্যোগ।
advertisement
আরও পড়ুনঃ দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ায় নাচে গানে মাতলেন আদিবাসীরা
তার কারণ প্রাথমিক স্তর থেকেই যদি ছাত্রছাত্রীরা কম্পিউটার সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করতে পারে তাহলে আগামী দিনে তাদের অনেকটাই সুবিধা হবে। পাশাপাশি তিনি এরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য স্কুলের শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন। তবে গন্ধ খোলা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় এর এই উদ্যোগ আগামী দিনে গোটা রাজ্যের সরকারি প্রাথমিক বিদ্যালয় পথ দেখায় কিনা সেটাই দেখার।
Mainak Debnath