এইভাবেই অনেকের কাছ থেকে টাকা নিয়েছে সে। কারও কাছ থেকে পাঁচ লাখ, কারও কাছ থেকে ১২ লাখ, আবার কারও কাছে আড়াই লাখ, এইভাবে টাকা নিয়েছে বলে অভিযোগ করেন বেশ কিছু স্থানীয় বাসিন্দা। তাদের অভিযোগ এইভাবে টাকা নিয়ে প্রায় দুই কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছিল গৌতম ভদ্র। সাধারণ মানুষ অভিযোগ করেন গৌতম ভদ্র তাদের টাকা মেরে বাড়ি করেছে, গাড়ি করেছে।
advertisement
আরও পড়ুনঃ পাইকারি দামে মিলছে খুচরো মাল! সমস্যায় ব্যবসায়ীরা
সাধারণ মানুষের টাকা মেরে তিনি দমদমে ফ্ল্যাট বাড়িও কিনেছে। গৌতম ভদ্র পাবলিকের টাকা দিয়ে নিজের জামাইকে গাড়ি কিনে দিয়েছে পর্যন্ত অভিযোগও এসেছে। এদিন গৌতম ভদ্র বাড়ি এলে সাধারণ মানুষ ভিড় জমায় তার বাড়িতে। সাধারণ মানুষ দাবি করে কেন তাদের টাকা নিয়ে সে বেপাত্তা হয়ে গিয়েছিল।
আরও পড়ুনঃ শুনছেন না কেউ! বাজারে হানা দিয়ে উদ্ধার নিষিদ্ধ প্লাস্টিক
সাধারণ মানুষের অভিযোগ সে কেন তাদের বিশ্বাসের সুযোগ নিয়ে এইরকম একটি জঘন্য কাজ করল। স্থানীয়দের দাবি গৌতম ভদ্রের অনেক সম্পত্তি রয়েছে। তাকে প্রতারিত সমস্ত ব্যক্তিদের টাকা ফিরিয়ে দিতে হবে। তাদের দাবি তারা যেন তাদের কষ্টের টাকা ফিরে পায়। জানা যায় প্রতারিত ব্যক্তিরা থানায় গৌতম ভদ্রের নামে অভিযোগ করে অনেক আগেই। এদিন গৌতম ভদ্র বাড়ি এলে তাকে পুলিশের হাতে তুলে দেয় সাধারণ মানুষ।
Mainak Debnath