অভিযোগকারী দাদা, রাম সরকার তার গোটা পরিবারকে নিয়ে শান্তিপুর থানা দারস্থ হয়, তিনি জানান, কুড়ি বছর আগে প্রথম তার মাথায় কোপ দেয়, এবং তার জেরে কুড়িখানা সেলাই পড়েছিল তার মাথায়। তখন কোনও রকমে বেঁচে ফিরে আসেন তিনি। এরপর পৈত্রিক সম্পত্তি দাবি করায় ভাইকে পাঁচ কাঠা জায়গা বাবাকে বলে সেটি ভাইকে দেওয়ার ব্যবস্থা করেন তিনি। সেই জায়গা নিয়ে বিক্রি করে শান্তিপুর মিলন মাঠে বাড়ি তৈরি করে তার ভাই। এরপর গত কয়েকদিন আগে ভাই এসে তাকে তার বাবার জমির ভাগ চায়।
advertisement
আরও পড়ুনঃ রানাঘাট স্টেশনে সন্দেহজনক এক মহিলাকে আটক করল আরপিএফ
জমি রেজিস্ট্রির পর ভাগ করা হবে বলে ভাইকে জানান তিনি। এর পরেই রাম বাবুর অবর্তমানে তার বাড়িতে ঢুকে তার বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ ওঠে তার ভাইয়ের বিরুদ্ধে। এরপরই তিনি তড়িঘড়ি এলাকার পঞ্চায়েত মেম্বারের কাছে গেলে তিনি উপদেশ দেন তাকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে। এরপরেই অভিযুক্ত ভাইয়ের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।
Mainak Debnath