TRENDING:

দু'বছর কোনও খোঁজ নেই, হারানো মাকে ফিরে পেল সন্তানরা, কীভাবে জানলে অবাক হবেন!

Last Updated:

Nadia News: মানসিক ভারসাম্যহীন এক মহিলা নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাজদিয়া এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাজদিয়া: নিউজ ১৮ -এর খবর এর জের! আমাদের সম্প্রচার করা খবরের সুবাদেই দু’বছর পর মানসিক ভারসাম্যহীন হারানো মাকে ফিরে পেলেন তাদের সন্তানেরা। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক দিনই কিছু না কিছু ভাইরাল হয়ে থাকে। সোশ্যাল মিডিয়ার দৌলাতে আজ অনেকেই ভাইরাল হওয়ার পরে বদলে গিয়েছে রাতারাতি তাদের জীবন। তবে এই ভাইরাল হওয়ার সুপ্রভাত এবং কুপ্রভাব উভয়ই রয়েছে। তবে কোনও কোনও সময় এই আধুনিক সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল ভিডিও বদলে দিয়েছে অনেক মানুষের জীবন। ঠিক তেমনি আমাদের করা খবরের জেনেই আজ হারানো মাকে ফিরে পেলে তাদের সন্তানেরা।
advertisement

প্রসঙ্গত, দিন কয়েক আগেই আমরা সম্প্রচার করেছিলাম মানসিক ভারসাম্যহীন এক মহিলা নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাজদিয়া এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন এবং তার শারীরিক অবস্থাও ভাল ছিল না। মাজদিয়ার বাসিন্দা গৃহবধূ আলপনা সিংহ ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে সেবা শুশ্রূষা করে একটু একটু করে সারিয়ে তোলেন। এই খবর প্রথম সম্প্রচার করি আমরা। আমরাই তুলে ধরি গৃহবধুর ওই মহান উদ্যোগকে।  আমাদের খবর দেখেই মানসিক ভারসাম্যহীন ওই মহিলার পরিবারের লোকজন খোঁজ পায় তাদের মায়ের।

advertisement

 আরও পড়ুন-বহুদিন পর ফিরে এল হারানো সন্তান, চোখে জল বাবা-মায়ের

View More

আরও পড়ুন-রাজ্যের সেরা থানা জানেন কোনটি? আপনার এলাকার থানা নয়তো? দেখে নিন

প্রায় ১৩ দিন ধরে গৃহবধূ আলপনা সিংহ ওই মহিলার সেবা শুশ্রূষা করার পর তার বাড়ির লোকজন এসে তাকে নিয়ে যায়। এবং ভবিষ্যতে তার সেবা-শুশ্রূষা করে এবং সঠিকভাবে খেয়াল রাখার অঙ্গীকারবদ্ধ হন আমাদের ক্যামেরার সামনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
দু'বছর কোনও খোঁজ নেই, হারানো মাকে ফিরে পেল সন্তানরা, কীভাবে জানলে অবাক হবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল