প্রসঙ্গত, দিন কয়েক আগেই আমরা সম্প্রচার করেছিলাম মানসিক ভারসাম্যহীন এক মহিলা নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাজদিয়া এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন এবং তার শারীরিক অবস্থাও ভাল ছিল না। মাজদিয়ার বাসিন্দা গৃহবধূ আলপনা সিংহ ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে সেবা শুশ্রূষা করে একটু একটু করে সারিয়ে তোলেন। এই খবর প্রথম সম্প্রচার করি আমরা। আমরাই তুলে ধরি গৃহবধুর ওই মহান উদ্যোগকে। আমাদের খবর দেখেই মানসিক ভারসাম্যহীন ওই মহিলার পরিবারের লোকজন খোঁজ পায় তাদের মায়ের।
advertisement
আরও পড়ুন-বহুদিন পর ফিরে এল হারানো সন্তান, চোখে জল বাবা-মায়ের
আরও পড়ুন-রাজ্যের সেরা থানা জানেন কোনটি? আপনার এলাকার থানা নয়তো? দেখে নিন
প্রায় ১৩ দিন ধরে গৃহবধূ আলপনা সিংহ ওই মহিলার সেবা শুশ্রূষা করার পর তার বাড়ির লোকজন এসে তাকে নিয়ে যায়। এবং ভবিষ্যতে তার সেবা-শুশ্রূষা করে এবং সঠিকভাবে খেয়াল রাখার অঙ্গীকারবদ্ধ হন আমাদের ক্যামেরার সামনে।
Mainak Debnath