Murshidabad News: বহুদিন পর ফিরে এল হারানো সন্তান, চোখে জল বাবা-মায়ের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
প্রায় দেড় বছর পর সামসেরগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া সন্তান ফিরে পেলেন বাবা মা।
মুর্শিদাবাদ: প্রায় দেড় বছর পর সামসেরগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া সন্তান ফিরে পেলেন বাবা-মা। মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ভাসাইপাইকর গ্রামের বছর ১৫-র বালক সোহেল শেখকে হাওড়ার লিলুয়া চাইল্ড হোম কর্নার থেকে উদ্ধার করে পাঠানো হয় বহরমপুর চাইল্ড হোম কেয়ারে। সেখান থেকেই তাকে পরিবারের হাতে তুলে দেয় সামসেরগঞ্জ থানার পুলিশ। রহস্যজনকভাবে হারিয়ে যাওয়া ১৫ বছরের ছেলেকে ফিরে পেয়ে আনন্দে আপ্লু পরিবারের সদস্যরা। খুশিতে চোখে জল বাবা-মায়ের।
উদ্ধার হওয়া যুবকের কথায়, বাড়ি থেকে রাগ করে চলে গিয়েছিলাম কাজের উদ্দেশ্যে। ট্রেনে করে হাওড়া ষ্টেশনে পৌঁছনোর পরে আর কিছুই খুঁজে পাইনি। বাড়ির রাস্তা ভুলে গিয়েছিলাম, পরে আমাকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। আজকে বাড়ি ফিরতে পেরে খুশি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর দেড়েক আগে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় সামশেরগঞ্জের ভাসাইপাইকর গ্রামের সোহেল নামে ১৫ বছরের বালক। বহু খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে। সন্তানকে অপহরণ করা হয়েছে বলে সামসেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিখোঁজ বালকের বাবা জুবের শেখ। তারপরই শুরু হয় তদন্ত। সম্প্রতি সামসেরগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে বালক লিলুয়া চাইল্ড হোম কর্নারে রয়েছে। তড়িঘড়ি সেখানে যোগাযোগ করা হয়। যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে ওই বালককে পরিবারের সদস্যদের নিয়ে গিয়ে লিলুয়া থেকে সামসেরগঞ্জ থানায় নিয়ে আসা হয়। অবশেষে বালককে বহরমপুর চাইল্ড হোম কর্নারে পাঠিয়ে সেখান থেকেই সিস্টেম মেনে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সামসেরগঞ্জ থানার পুলিশ কে ধন্যবাদ জানিয়েছেন বাবা- মা।
advertisement
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2023 3:42 PM IST