ঘটনাটি ঘটেছে শান্তিপুরের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত হিজুলি বাজারে। ওই বাজারের সোনার ব্যবসায়ী হাবিব শেখের দোকানে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। তিনি জানান, রবিবার রাতে অন্যান্য দিনের মত সময়েই দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন। তাঁর দোকানের গ্রিলের দরজার তালা ভাঙা দেখে সোমবার সকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা খবর দেয়। তাই শুনেই দোকানে ছুটে আসেন হাবিব শেখ। এরপর দোকানে ঢুকে দেখেন সব লন্ডভন্ড হয়ে পড়ে আছে। তাঁর অভিযোগ, গোটা দোকান সিসিটিভি ক্যামেরায় মোড়া ছিল। চুরির ঘটনা যাতে সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়ে তাই প্রথমে ক্যামেরা ও মনিটর খুলে দোকানের পাশের জঙ্গলে ফেলে দেয় দুষ্কৃতীরা। তারপর দোকানে লুটপাট চালায়।
advertisement
আরও পড়ুন: বাড়ির মালিক হুকিং করে দিব্যি আলো-পাখা চালাচ্ছিল, কিন্তু তার মাশুল দিতে হল গ্রামের খুদে শিশুকে!
স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রতিদিন রাতে জুয়া ও মদের আসর বসে। সেখানে দুষ্কৃতীরা এসে জড়ো হয়। শুধু সোনার দোকানে নয়, ওই এলাকায় এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। সোমবার চুরির ঘটনার তদন্তের জন্য বাজারে যায় শান্তিপুর থানার পুলিশ। তখন উত্তেজিত গ্রামবাসীরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। তাঁরা দাবি জানান, চুরির ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এদিকে সোনা ব্যবসায়ী হাবিব শেখ জানান, তাঁর দোকান থেকে সবকিছু লুঠ করে নিয়ে গিয়েছে চোরেরা। এখন তিনি সর্বস্বান্ত হয়ে গিয়েছেন।
মৈনাক দেবনাথ