TRENDING:

Nadia News: মহা সমারোহে ২৪ তম রথযাত্রা উৎসব আয়োজন হতে চলেছে ISKCON মায়াপুর মন্দিরে

Last Updated:

গত দু'বছর সেভাবে রথযাত্রা উৎসব পালন হয়নি, সেই কারণে এবারে মহাসমারোহে পালিত হতে চলেছে মায়াপুর ইসকনের রথযাত্রা উৎসব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মায়াপুর: ২০২২-এ ইসকন মন্দির পরিচালিত রথ যাত্রা উৎসব ঘিরে ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইসকন মন্দিরে ও রাজাপুর জগন্নাথ মন্দিরে।এ বছর ইসকন রথ যাত্রা ২৪ বছরে পা দিতে চলেছে।গত দু বছর কোনওরকম আড়ম্বর ছাড়াই পালিত হয়েছিল রথযাত্রা। রবিবার মায়াপুর ইসকন মন্দিরে মন্দির কর্তৃপক্ষ এবিষয়ে একটি সাংবাদিক সন্মেলন করে জানান। এবছরের রথ যাত্রা উৎসব ঘিরে তাদের সকল পরিকল্পনা ও অনুষ্ঠান সূচী বিস্তারিত বিবরণ দেন।
মায়াপুর ইসকনের রথের তোড়জোড় শুরু
মায়াপুর ইসকনের রথের তোড়জোড় শুরু
advertisement

আরও পড়ুন East Bardhaman News: খুদে শিল্পী তামান্নার আঁকা ছবি পৌঁছল না মুখ্যমন্ত্রী কাছে, মন খারাপ তামান্নার 

সেখানেই মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান,এবছরও রথের সকল আচার অনুষ্ঠান সরকারি করোনা বিধি মেনেই অনুষ্ঠিত হবে। এবছরের রথের দিন থেকে উল্টো রথ পর্যন্ত সব সামাজিক ও ভক্তি মূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা সমাধি মন্দিরের সামনে হবে।রথের দিন বেলা দুটোয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রা মহারানী সুসজ্জিত রথে করে রাজাপুর থেকে পাঁচ কিমি পথ অতিক্রম করে মায়াপুর চন্দ্রোদয় ইস্কন মন্দিরে আসবে সন্ধ্যা সাতটায়।

advertisement

মন্দির কর্তৃপক্ষের দাবি, এবছর তাদের রথের প্রধান অতিথি বা মূল আকর্ষণ বলরামের পুরীর রথের চাকা।তাদের কথায় প্রভু বলরাম ওই চাকার মাধ্যমেই তার উপস্থিতি ভক্তদের জানাবেন। রথের ক’দিন ভক্তরা জগন্নাথ দেব বা রথের পাশাপাশি এই চাকার ও পূজা ও দর্শন করতে পারবেন।

View More

আরও পড়ুন Alipurduar News: হাঁস ও মুরগির ডিম ফোটানোর মেশিন তৈরি করে তাক লাগালেন ফালাকাটার মিঠুন বর্মণ

advertisement

গত দুবছর করোনার কারণে সেভাবে কোন অনুষ্ঠান অনুষ্ঠিত না হওয়ায় এবার প্রায় দু লক্ষ ভক্ত সমাগম হবে বলেও আশাবাদি মন্দির কর্তৃপক্ষ।অনুষ্ঠানসূচীর মধ্যে থাকছে আগত সকল ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদের ব্যবস্থাও ভক্তদের একটি করে চারা গাছ বিতরণ। প্রকৃতির ভারসাম্য যাতে বজায় থাকে, তার দিকেও লক্ষ্য থাকছে মন্দির কর্তৃপক্ষের। এই অনুষ্ঠান রাজ্য সরকারের বনদফতরের সহায়তায় হবে।

advertisement

এছাড়াও মন্দির কর্তৃপক্ষ আরও জানায় যে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত সমাগম হয় ইসকন মায়াপুরে। আর রথ উৎসবে যাতে সবাই সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারে তার জন্য তারা রেল দফতরের কাছে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর ও হাওড়া থেকে নবদ্বীপ ধাম স্টেশন পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

পাশাপাশি সম্প্রতি ৩৪ নং জাতীয় সড়কের সংযোগস্থল চৌগাছা মোড় থেকে হুলোর ঘাট পর্যন্ত রাস্তা সংস্কারের যে কাজ শুরু হয়ে ছিল তা বর্তমানে চলছে। এখন এই কাজ চলাকালীন প্রশাসন হুলোর ঘাট থেকে তারিনপুর ঘাট রাস্তাটি সংস্কার করে দিয়েছে। আর ইসকন কর্তৃপক্ষ জানায় আর যে কদিন রথের বাকী আছে তার মধ্যে আরও কিছুটা কাজও হয়ে যাবে, ফলে রথের ও ভক্তদের এখানে আসতে কোন অসুবিধা হবে না।

advertisement

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: মহা সমারোহে ২৪ তম রথযাত্রা উৎসব আয়োজন হতে চলেছে ISKCON মায়াপুর মন্দিরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল