TRENDING:

Nadia News: বিদেশে কাজে যাওয়াই চরম 'সর্বনাশ' হল, ভয়ঙ্কর পরিণতি ১৩ জন শ্রমিকের

Last Updated:

Nadia News: বাড়ি ফেরার চেষ্টা করলে কোম্পানি থেকে ভিসা ও পাসপোর্ট আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তারা। দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জীবন, সেই কারণেই ভিডিও বার্তার মাধ্যমে তারা বাড়ি ফেরার কাতর আর্জি জানিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: দুবাইয়ে কাজে গিয়ে চরম বিপদে জেলার ১৩ জন শ্রমিক। কিছু টাকা বেশি রোজগারের আশায় দুবাই পাড়ি দিয়েছিলেন নদিয়া জেলা থেকে বেশ কিছু যুবক। মাসখানেক আগেই নির্দিষ্ট এক এজেন্ট মারফত ভিনদেশে পাড়ি দেয় তারা। তাদের কারোর বাড়ি কল্যাণী তো কারোর করিমপুরে আবার বেশ কিছু লোকের বাড়ি ধানতলা এলাকায়। তবে ভিন রাজ্যে যাওয়ার পরেই যে চরম বিপাকের মধ্যে তারা পড়বেন এ কথা তারা বুঝতে পারেননি। সেখানে গিয়ে কিছুদিন কাজ করার পর তাঁরা বুঝতে পারেন তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
ভিডিও বার্তায় হাত জোড় করে দেশে ফেরানোর অনুরোধ জানাচ্ছেন যুবকেরা
ভিডিও বার্তায় হাত জোড় করে দেশে ফেরানোর অনুরোধ জানাচ্ছেন যুবকেরা
advertisement

এরপরে তারা বাড়ি ফেরার চেষ্টা করলে কোম্পানি থেকে ভিসা ও পাসপোর্ট আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তারা। এই অবস্থায় নদিয়ার ওই ১৩ জন শ্রমিক কিভাবে বাড়ি ফিরবেন তারা ভেবে পাচ্ছেন না। সেই কারণে একটি ভিডিও বার্তার মাধ্যমে বাড়ি ফেরানোর আর্জি জানিয়েছেন তাঁরা। স্বাভাবিকভাবেই উদ্বেগে দিন কাটছে তাঁদের।

advertisement

আরও পড়ুন-শাহরুখের পর ন্যাড়া হলেন সলমন! ‘জওয়ান এফেক্ট’ কি পড়ল ভাইজানের? নয়া লুক নিয়ে চর্চা

View More

আরও পড়ুন-ঘি খেলেই কি বাড়ছে ওজন? ডায়াবেটিস রোগীদের জন্য কতটা ক্ষতিকর, সত্য না জানলেই বিপদ!

পরিবারের সূত্রে জানা যায় সেখানে ভাল কাজ দেওয়ার নাম করে নিয়ে গিয়ে প্রায় ১৬ ঘন্টা ধরে খাটানো হচ্ছে। জল বয়ে আনতে হচ্ছে কয়েক কিলোমিটার দূর থেকে। সকলকে একসঙ্গে ছোট্ট একটি ঘরে রাখা হয়েছে। খাবারের যোগান পেতে ও তাদের হিমশিম খেতে হচ্ছে। দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জীবন, সেই কারণেই ভিডিও বার্তার মাধ্যমে তারা বাড়ি ফেরার কাতর আর্জি জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রীর আরাধনার মেতে উঠবে কান্দির পাল বাড়ি, চলছে ২০০ বছর ধরে! প্রস্তুতি তুঙ্গে
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বিদেশে কাজে যাওয়াই চরম 'সর্বনাশ' হল, ভয়ঙ্কর পরিণতি ১৩ জন শ্রমিকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল