আরও পড়ুন: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই গুদামে রাখা সব ফল
ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার সারা বাংলা বনধের ডাক দেওয়া হয়। এদিন সকাল থেকেই বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ রাজ্যের আদিবাসী প্রধান এলাকাগুলিতে বনধ সফল করতে পথে নামেন আদিবাসী সংগঠনের সদস্যরা। এই তালিকা থেকে বাদ ছিল না নদিয়ার আদিবাসী মঞ্চও। তাঁরা জানান, রাজ্যের ১৪ টি আদিবাসী সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী’র পক্ষ থেকে ডাকা এই বনধ সফল করতে তাঁরাও সক্রিয়ভাবে রাস্তায় নেমেছেন।
advertisement
মূলত কুড়মি সম্প্রদায়ের সাম্প্রতিক আন্দোলনের বিরোধিতা করেই এ রাজ্যের আদিবাসীরা এই বনধে ডাক দেন। কুড়মিরা তাদের আদিবাসী স্বীকৃতির দাবিতে গত কয়েক মাস ধরে লাগাতার পথ অবরোধ, রেল অবরোধের পাশাপাশি সম্পতি জঙ্গলমহলে ঘাঘর ঘেরাও শুরু করেছে। তাদের এই দাবির বিরোধিতা করে আদিবাসীদের দাবি, কুড়মিরা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য কোনও কিছুর দিক থেকেই আদিবাসী নন। কিন্তু জোর করে তারা তপশিলি উপজাতির স্বীকৃতি পেতে চাইছে। সরকার যাতে তাদের সেই চাপের কাছে মাথা নত না করে তারই দাবি জানিয়ে আদিবাসীদের এই শক্তি পরীক্ষা বলে বিশেষজ্ঞদের অভিমত। পাশাপাশি মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে হামলার প্রতিবাদও করেন তাঁরা।
মৈনাক দেবনাথ