Hooghly News: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই গুদামে রাখা সব ফল

Last Updated:

অগ্নিকাণ্ডের জেরে সর্বস্বান্ত হয়ে গিয়েছেন ফল গুদামের মালিক। প্রায় ১৭ লক্ষ টাকার মজুত করা ফল পুরোটাই পুড়ে গিয়েছে।

+
title=

হুগলি: ফলের গুদামে ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল মজুত করা আম, আপেল, লিচু সহ সব ফল। বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ পাণ্ডুয়ার কালনা মোড়ের ওই ফল গুদামে আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দ্রুত দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি।
এই অগ্নিকাণ্ডের জেরে সর্বস্বান্ত হয়ে গিয়েছেন হুগলির পাণ্ডুয়ার এই ফল গুদামের মালিক। প্রায় ১৭ লক্ষ টাকার মজুত করা ফল পুরোটাই পুড়ে গিয়েছে। তবে দমকলের তৎপরতায় আগুন আশেপাশে ছড়ায় নি। যদিও ওই ফল গুদামের পাশেই অন্যান্য আরও বেশ কিছু দোকান ছিল। সেগুলোয় আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারতো বলে আশঙ্কা।
advertisement
advertisement
কীভাবে আগুন লেগেছে তা পরিষ্কার নয়। তবে দমকলের অনুমান, শুকনো পাতা বা থার্মোকলের মতো কোনও দাহ্য বস্তু ওই ফল গুদামের কাছে পড়েছিল। অসাবধানতাবশত তাতে আগুন লাগে। সেই আগুন‌ই ছড়িয়ে পড়ে এই গুদামে। দমকল আধিকারিক পবিত্র কুমার নন্দী বলেন, অসতর্কতা থেকেই ফল গুদামে আগুন লাগে বলে মনে করা হচ্ছে।
advertisement
গোটা ঘটনায় ভেঙে পড়েছেন ফল গুদামের মালিক সঞ্জীব ঘোষ। তিনি জানান, আদিবাসীদের বনধের জন্য বৃহস্পতিবার সকালে গুদাম থেকে কোন‌ও ফল বেরোয়নি। তাই মজুত আম, লেবু, আপেল, তরমুজ সব পুড়ে গিয়েছে।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই গুদামে রাখা সব ফল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement