TRENDING:

Lottery Winner Story: লটারিতে কোটি টাকা জিতে নিখোঁজ হলেন মুর্শিদাবাদের যুবক, নিজেই পরে থানার দারস্থ

Last Updated:

Murshidabad News: মাত্র ১৫০ টাকা মূল্যের লটারির টিকিট কেটে কোটিপতি বুদ্ধদেব মাহাতো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: এ যেন আরব্য উপন্যাসের গল্প। গরীব ঘরের ছেলে হাতে পেয়েছে আলাদিনের আশ্চর্য প্রদীপ! মাত্র ১৫০ টাকা মূল্যের লটারির টিকিট কেটেছিলেন হরিহরপাড়ার কৃষক পরিবারের সন্তান বুদ্ধদেব মাহাতো। কিন্তু বুঝতে পারেননি সেই টিকিটই রাতারাতি তাঁর ভাগ্য বদলে দেবে। কোটিপতি হয়ে যাবেন তিনি। বুদ্ধদেব মাহাতোর কোটিপতি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই রীতিমত হইচই পড়ে গিয়েছে এলাকায়।
advertisement

আরও পড়ুন West Midnapore : বিয়ে করতেই হবে! এমন দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় প্রেমিকা 

জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের রুকুনপুর মাহাতো পাড়া গ্রামের বাসিন্দা বছর ৩৫ এর বুদ্ধদেব মাহাত। হরিহরপাড়ার রুকুনপুর মোড়ে একটি লটারির দোকান থেকে লটারির টিকিট কেটেছিলেন তিনি। তারপর আর পাঁচটা দিনের মতই সন্ধ্যা বেলায় বন্ধুদের সঙ্গে আড্ডা সেরে বাড়ির দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই লটারির দোকানের মালিক তাঁকে জানান, লটারির পুরস্কার জিতে কোটিপতি হয়ে গিয়েছেন তিনি। খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়েন তিনি। পরিবারেও নেমে এসেছে খুশির হাওয়া। এরপর হঠাৎই নিখোঁজ হয়ে যান কোটিপতি ওই যুবক। শেষে থানার দারস্থ হন নিজেই। নিজেই জানান, নিরাপত্তাহীনতার কারণে তিনি পৌঁছে যান থানায়। যদিও রাতারাতি কোটিপতি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বুদ্ধদেব মাহাতো।

advertisement

আরও পড়ুনBirbhum News : বিয়ের সাত দিনের মাথায় অ্যাসিড খেয়ে আত্মহত্যা গৃহবধূর

View More

সংবাদ মাধ্যমকে জানালেন, "লটারি কাটার নেশা আছে। নির্দিষ্ট ২ ঘরের লটারির টিকিটের ভাগ্যর আমার সহায় দেয়। বিকালে টিকিট কেটেছিলাম ১৫০ টাকার। আর সেই টিকিট কেটেই এখন কোটিপতি।" তবে এই টাকা দিয়ে কি করবেন তা বুঝে উঠতে পারছেন না তিনি। লটারি বিক্রেতা সেলিম সেখ জানান, "মাত্র ১৫০ টাকার ইভিনিং-এর টিকিট কেটেছিলেন ওই ব্যক্তি। তাতে ডিয়ার লটারিতে এক কোটি টাকার পুরস্কার পেয়েছেন। তবে সরকারী ভাবে নথিপত্র জমা দিলে তবেই টাকা পাবেন যুবক। অন্যদিকে রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া ওই যুবককে দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Lottery Winner Story: লটারিতে কোটি টাকা জিতে নিখোঁজ হলেন মুর্শিদাবাদের যুবক, নিজেই পরে থানার দারস্থ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল