West Midnapore : বিয়ে করতেই হবে! এমন দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় প্রেমিকা
Last Updated:
প্রায় আট বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে সেই ঘটনার কথা জানতে পারে প্রেমিকার পরিবারের৷ অন্যত্রে বিয়ে দিয়ে দেওয়া হয় তাকে। তারপরেও তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়নি।
#পশ্চিম মেদিনীপুর: আমি মুজিবরকে বিয়ে করতে চাই, অন্যায়ের প্রতিবাদ চাই। মুজিবরের উপযুক্ত শাস্তির দাবি করছি। যতক্ষণ না মুজিবর আমায় বিবাহ করে ততক্ষণ পর্যন্ত ধর্ণা চলবে।নাম সালেমা খাতুন, গলায় ঝোলানো প্ল্যাকাড, এভাবেই প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকা । আর তা জানতে পেরেই প্রেমিকার বাড়ির সামনে উপচে পড়া ভিড় দেখতে হাজির এলাকার মানুষজন। খবর পেয়ে ঘটনায় স্থলে পুলিশ। যদিও ধর্ণা বসা সালমা খাতুনকে ধমক চমক পাত্রের পরিবারের পক্ষ থেকে দেওয়া হলেও ধর্ণা থেকে উঠতে নারাজ সালমা।
পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা হাটপুকুর গ্রামের বাসিন্দা সালমা খাতুন এর সাথে প্রায় ৮ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চন্দ্রকোনা ক্ষীরপাই পৌর এলাকার কাশিগঞ্জের বাসিন্দা সেনাবাহিনীর কর্মী মুজিবর চৌধুরীর সাথে। সালমার অভিযোগ মুজিবরের সঙ্গে প্রায় আট বছর ধরে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ সেই ঘটনার কথা জানতে পারে সালমার পরিবার সালমার অন্যত্রে বিয়ে দিয়ে দেয়। তারপরেও মুজিবর সালমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করেননি। কারণ মুজিবর সেই সাহস জুগিয়েছে৷ এমনকি একাধিকবার সহবাস করা ও লক্ষাধিক টাকা হাতানোরও অভিযোগ ওঠে।
advertisement
advertisement
অবশেষে সালমা তার স্বামী ছেড়ে বাপের বাড়িতে চলে আসে৷ তখন মুজিবর সালমাকে বিয়ে করতে অস্বীকার করে৷ তাই সালমা মুজিবরের কাছে তার স্ত্রীর অধিকারের দাবিতে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে অবস্থানে বসে। সালমার দাবি এ বিষয়ে তিনি চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে মুজিবরের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ মুজিবরের পরিবারের দাবি তাদের ছেলেকে ফাঁসানো হচ্ছে। অল্প কিছুদিন ধরে তাদের ছেলের সাথে ওই মেয়ের প্রেম ভালোবাসা গড়ে উঠেছিল বলে জানায় পরিবার। উল্টে তাদের ছেলের কাছ থেকে এই মেয়ে অনেক টাকা নিয়েছে বলে অভিযোগ করেছে মুজিবরের পরিবার।
Location :
First Published :
July 18, 2022 6:29 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore : বিয়ে করতেই হবে! এমন দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় প্রেমিকা